HomeUncategorizedরাজধানী স্কুল মাঠে চলছে নগর কৃষি মেলার তৃতীয় আসর 

রাজধানী স্কুল মাঠে চলছে নগর কৃষি মেলার তৃতীয় আসর 

ব্র‍্যাক নার্সারি ও আড়ং ডেইরির পৃষ্ঠপোষকতায় নগর কৃষি ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী ‘তৃতীয় নগর কৃষি মেলা’। 

আগারগাঁওয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পসরা সেজেছে ব্যতিক্রমী এই আয়োজনের। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নগরবাসীকে উদ্বুদ্ধকরণ ও উপকরণ বিতরণকে কেন্দ্র করে টানা তৃতীয় বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে এই কৃষি মেলা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র‍্যাক সিড ও এগ্রো এন্টারপ্রাইজের সহযোগী পরিচালক মোহাম্মদ আজিজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান রুহুল আমিন খান, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসনাত এম সোলাইমান।

এই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়। ‍

‘নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন, প্রয়োজন নগর কৃষির সুরক্ষিত সম্প্রসারণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত তৃতীয় নগর কৃষি মেলা ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মেলায় অংশ নিচ্ছে ব্র‍্যাক নার্সারি ও আড়ং ডেইরি সহ ৮০টি স্টল। এতে রয়েছে ৩০টি নার্সারী, ২০টি নগর কৃষি উদ্যোক্তা, ৩টি এনজিও, ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ৫টি ফুড কর্ণারসহ সামাজিক গ্রুপ এবং নগর কৃষি কর্নার।

মেলার পাশাপাশি এই আয়োজনে প্রতিদিনই বিভিন্ন কার্যক্রম থাকবে।

ব্র‍্যাক এন্টারপ্রাইজ এর পরিচালনায় ‘বায়ো-পেস্টিসাইড এর ব্যবহার ও গুরুত্ব’; ‘নগর কৃষিতে নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাই নাশকের ভূমিকা’ শীর্ষক সেমিনার, স্কুলের ছেলে-মেয়েদের জন্য পরিবেশ, কৃষি ও প্রাণ-প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতা, গাছ পরিচিতি, চিত্রাঙ্কান, প্রশিক্ষণ ইত্যাদি নানা আয়োজন থাকছে।

এছাড়াও ‘ফুলের রাজা গোলাপ চর্চার আধুনিক জ্ঞান’; ‘নগরের সিনিয়র সিটিজেনদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় নগর কৃষির অপরিসীম ভূমিকা’; ‘শহরের ছাদ বাগান এবং বাস্তুতন্ত্রে মৌমাছির গুরুত্ব ও ভূমিকা’; ‘সবজি খাদ্য এবং ঔষধ হিসেবে মাশরুম নগর কৃষির অপার সম্ভাবনা’ শীর্ষক সেমিনারগুলো আয়োজন করা হয়।

১৯ ডিসেম্বর ‘গ্রিন ক্লাব ও গ্রিন স্কুলিং এর রূপরেখা উপস্থাপন’ এবং মেলার সমাপনী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments