কন্যা এক্টিভিশনের আয়োজনে বিজয়ের মাসে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বিজয় মেলা।
১৪ ডিসেম্বর,শনিবার রাজধানীর মহাখালি ডিওএইচএস পার্কে বিজয় মেলার উদ্বোধন করেন মহাখালি ডিওএইচএস লেডিস ক্লাব প্রধান মিসেস. সুফিয়া খান। উদ্বোধনের পর তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন।
কন্যা এক্টিভিশন এর কর্নধার তামান্নুর পপি বছরের বিভিন্ন বিশেষ দিনকে কেন্দ্র করে উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন মেলার আয়োজন করে থাকে। বিজয় দিবসকে ঘিরে কন্যা এক্টিভিশনের এবারের আয়োজন ‘বিজয় মেলা’।
৫৮ টি স্টলে অর্ধশতাধিক উদ্যোক্তাদের অংশগ্রহণে এবারের বিজয় মেলা প্রথম দিন থেকে লোক সমাগম লক্ষ্য করা যায়।
বিজয় মেলায় রয়েছে ‘সেঁজতি’র নিজস্ব তাঁতে বোনা ঐতিহ্য বাহী টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি। এছাড়াও বিয়ে, হলুদ, মেহেদিসহ যে কোনো অনুষ্ঠান এবং যাকাতের শাড়ির প্রি অর্ডার নিয়ে থাকে সেঁজুতি।
বিজয় মেলায় রয়েছে দেশিয় উদ্যোগ ‘সাজুন’। সাজুনে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম কটন, সিল্ক, তাঁত এর শাড়ি, সেলোয়ার-কামিজ, কুর্তি।
মুখোরোচক খাবারের মধ্যে রয়েছে হোমমেড ফুড, দই ফুচকা, চটপটি, সিঙ্গারা, ব্রাউনি, ওরেন্জ কেক, বেনানা কেক, চকলেট চিপস, পাটিসাপটা, ডাই কুকি কিট, হট চকলেটসহ নানারকম খাবারের আইটেম পাওয়া যাচ্ছে এছাড়াও বরিশাল – মেহেন্দীগন্জ পিঠা ঘরে রয়েছে নকশি পিঠা, মুগ পাকন, চিংড়ি পিঠাসহ দেশের ঐতিহ্যবাহী নানান পিঠা থাকছে এই মেলায়।
মেলায় ঘুরতে ঘুরতে দেখা মিলল হোমমেড ডেলিশিয়াস কেক এর স্টল – এই স্টলটিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের নানান ফ্লেভারের জার কেক।
মুখরোচক এই জার কেক এর স্বাদ নিতে ছোট থেকে বড় সবাই ভীর করছে স্টলটিতে।
এছাড়াও হোম ডেকর আইটেম, বাচ্চাদের খেলনা, ফ্যাশন আইটেমসহ নানান পণ্যের পসরা বসেছে মহাখালির ডিওএইচএস পার্কে।
১৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত, সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত এই মেলা প্রাঙ্গন।
বিজয় মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মহাখালী ডিওএইচএস পরিষদ ও মহাখালী ডিওএইচএস লেডিস ক্লাব।
সেতু ইসরাত,উদ্যোক্তা বার্তা