Homeআন্তর্জাতিক সংবাদআইফোন তৈরির তৃতীয় ফ্যাক্টরি করবে টাটা ইলেকট্রনিক্স 

আইফোন তৈরির তৃতীয় ফ্যাক্টরি করবে টাটা ইলেকট্রনিক্স 

ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। সেখানেও অ্যাপল পণ্যের বেশ চাহিদা রয়েছে। ফলে দেশটিতে ক্রমেই উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।

তাইওয়ানের চুক্তিভিত্তিক সংস্থা পেগাট্রনের ভারতে থাকা একমাত্র আইফোন তৈরির কারখানার ৬০ শতাংশ অংশীদারত্ব কিনে নিচ্ছে টাটা ইলেকট্রনিক্স। দুই সংস্থার সমন্বয়ে উৎপাদনের পাশাপাশি চাহিদাও বাড়বে বলে আশাবাদী কোম্পানিটি।

জানা গেছে, পেগাট্রন ভারতে থাকা তাদের একমাত্র আইফোন কারখানাটির অংশীদারত্ব বিক্রির চিন্তা করছে। সেই সময়ই উঠে এসেছিল টাটা ইলেকট্রনিক্সের নাম।

মূলত সংস্থাটির ৬০ শতাংশ অংশীদারত্ব চলে যাবে টাটার হাতে। পরবর্তীতে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার অনুমোদনের জন্য আবেদন করবে দুসংস্থা।

পেগাট্রনের এই কারখানা হাতে পেলে এটি ভারতে টাটা গ্রুপের তৃতীয় আইফোন তৈরির কারখানা হবে। যার ফলে স্বাভাবিকভাবেই ভারতে আইফোন উৎপাদন বাড়বে। বাড়বে বিশ্বে ভারত থেকে আইফোন সরবরাহের পরিমাণও। আগে যা ছিল ১২ থেকে ১৪ শতাংশ, তা বেড়ে হয়েছে ২০-২৫ শতাংশ।

উল্লেখ্য, রপ্তানির পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বাজারেও ভালো করছে অ্যাপল। ২০২২-২৩ অর্থবছরে ৭০ লাখের কিছু কমসংখ্যক আইফোন বিক্রি হয়েছে ভারতে। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে রেকর্ড ৯০ লাখ থেকে ১ কোটি আইফোন বিক্রির লক্ষ্য রয়েছে কোম্পানিটির।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments