Homeস্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলো ডিইউ মেডিকস

স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলো ডিইউ মেডিকস

মানুষের জীবনে অন্যতম প্রয়োজন হলো জরুরী মুহুর্তে প্রাথমিক চিকিৎসা। আর সেই প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ, বিভিন্ন জরুরী চিকিৎসা সেবা প্রদানের প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে সারাদেশে কার্যক্রম শুরু করেছে ডিইউ মেডিকস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলো ডিইউ মেডিকস।

গত ২৯ নভেম্বর থেকে দুইদিন ব্যাপী এই কার্যক্রমে প্যারামেডিকেল / নন মেডিকেল পার্সনদের বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার পাশাপাশি ইসিজি, ইউরিন টেস্ট, ব্লাড সুগার টেস্ট, আলট্রাসনোগ্রামে এসিস্টেন্সি করা, ফিজিওথেরাপি, থেরাপি এসিস্টেন্সি, ওজন ও উচ্চতা পরিমাপ, লাঙ্গস ফাংশন তথা স্পাইরোমেট্রি, প্রেসক্রিপশন বুঝিয়ে দেওয়া, ব্লাড গ্রুপিং, ওজন উচ্চতা মেপে বি এম আই ক্যালকুলেট করা, সফটওয়্যারে রোগীর রেজিষ্ট্রেশন পদ্ধতি, ডাটা এন্ট্রিসহ জীবনমুখী প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

এই প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরবর্তীতে ৩০ নভেম্বর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা হলের প্রায় ৩০০ শিক্ষার্থীর বিভিন্ন ধরনের পরীক্ষা- নিরীক্ষা করেন এবং ফলাফল তাৎক্ষণিক প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেবা পেয়ে অনেক আনন্দ প্রকাশ করেন।

জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ওসমান গণি বলেন, “সাধারণ শিক্ষার্থীদের এই ধরনের সেবা প্রদান করার জন্য আমরা সত্যিই অনেক খুশি। সাধারণত বাইরে এই টেস্টগুলো করা অর্থ এবং সময়সাপেক্ষ যা আমরা বিনামূল্যে এবং স্বল্প সময়ে হলের ভেতরেই পাচ্ছি।”

জিয়া হলের আরেকজন আবাসিক শিক্ষার্থী সাকিব আহমেদ উদ্যোক্তা বার্তাকে জানান, “ডিইউ মেডিকসের এই ধরনের উদ্যোগ সত্যিই অনেক প্রশংসনীয়। হলের এবং বিশ্ববিদ্যালয়ের সবাই এই উদ্যোগকে প্রশংসার সাথে গ্রহণ করছে।”

ডিইউ মেডিকস এর উদ্যোক্তা শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন উদ্যোক্তা বার্তাকে তাদের পরবর্তী কর্মপরিকল্পনা জানিয়ে বলেন, ” আমরা চাই ডিইউ মেডিকস এর এই ধরনের উদ্যোগ আমরা ক্রমেই সারাদেশে ছড়িয়ে দিতে চাই। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তীতে সারাদেশে কার্যক্রম পরিচালনা করবেন বলে আমরা বিশ্বাস করি এবং স্বপ্ন দেখি।”

তরুণদের এই ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হোক, ছড়িয়ে যাক এই বাংলার দিগ্বিদিক – এমনটাই প্রত্যাশা করছে সাধারণ জনগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments