বুধবার (২৭ নভেম্বর) দুবাইয়ে জমকালো আয়োজনের ভেতর দিয়ে এমিরেটস তার প্রথম এয়ারবাস এ৩৫০-৯০০ এর উন্মোচন করলো। এ সময় উপস্থিত ছিলেন এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টীম ক্লার্ক, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন টোউক আল মারি, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ভ্রমণ পিপাসু ও মিডিয়া প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বাধুনিক প্রযুক্তি, এবং পরবর্তী প্রজন্মের প্রোডাক্ট দিয়ে সাজানো নতুন এয়ারক্রাফটটির ইন্টেরিয়র তাদের সামনে প্রদর্শন করা হয়।
এমিরেটস এ৩৫০ তে রয়েছে ৩ শ্রেণির সুবিশাল কেবিনে ৩১২টি সিট। যার মধ্যে ৩২টি নেক্সট জেনারেশন বিজনেস ক্লাস লাই ফ্ল্যাট সিট, ২১টি প্রিমিয়াম ইকোনমি সিট এবং ২৫৯টি সুসজ্জিত ইকোনমি ক্লাস সিট রয়েছে। ২০০৮ সালের পরে এই প্রথমবার এমিরেটস বহরে নতুন কোনও ধরণের উড়োজাহাজ যুক্ত করা হলো।
এমিরেটস এয়ারলাইনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, আজ এমিরেটস এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আজ আমরা আমাদের বহরে প্রথম A350কে যুক্ত করতে পেরেছি। যেসব শহরে আমরা সার্ভিস দেই, এই এয়ারক্রাফটটি আমাদের সেসকল কাস্টমারদের চাহিদা পূরণে এবং নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে সাহায্য করবে। আমাদের অত্যাধুনিক ইন্টেরিয়র এবং আসন ব্যবস্থা সব শ্রেণির যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। আগামী কয়েক বছরে এমিরেটস বহরে ৬৫টি এ৩৫০ উড়োজাহাজ যুক্ত হবে। দুবাইয়ের ডি৩৩ স্ট্রাটেজি বাস্তবায়নে এই উড়োজাহাজগুলো সহায়ক হবে। এই স্ট্রাটেজিতে দুবাইকে বৈশ্বিক অর্থনৈতিতে একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।“
এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফিলিপ মুন বলেন, “৪ দশক আগে A300, A310, A330, A340 এবং A380 দিয়ে এমিরেটস এর সাথে আমাদের যে স্ট্র্যাটেজিক পার্টনারশীপ শুরু হয়েছিল তা আজ আরও প্রসার করতে পেরে আমরা ভীষণ গর্বিত। এয়ারবাসের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে আমরা আশা করি এ৩৫০ এয়ারক্রাফটগুলো এমিরেটস বহরের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এয়ারলাইনটির উন্নয়নে ভূমিকা রাখবে।
মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার রোলস রয়েসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কাস্টমার) ওমর আলী আদিব বলেন, “এমিরেটস, এয়ারবাস এবং রোলস রয়েসের মধ্যকার যে সহযোগিতামূলক প্রচেষ্টা তা প্রমাণ করে যে, যখন আমরা উতকর্ষ সাধনে অঙ্গীকারবদ্ধ হই এবং একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তৈরী করি তখন এই অংশীদারিত্ব আমাদের সকলকে শক্তিশালী করে।
এর পূর্বে এমিরেটস শুধুমাত্র আইকনিক ডাবল ডেকার এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ এর সাহায্যে বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ফ্লাইট সেবা প্রদান করে আসছিল। আগামী ৩ জানুয়ারি এয়ারবাস এ৩৫০ এর সাহায্যে এডেনবার্গে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। এডেনবার্গে উদ্বোধনী ফ্লাইটের পর বাহরাইন, মাসকট,কুয়েত, ইউরোপের লিওন ও বোলগনা, কলম্বো এবং পশ্চিম এশিয়ার মুম্বাই ও আহমেদাবাদে এ৩৫০ ফ্লাইট পরিচালিত হবে।
নতুন উড়োজাহাজটি সব শ্রেণির যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। ইকোনমি শ্রেণির যাত্রী আসনগুলো দেখতে অনেক আকর্ষণীয় এবং আসনের সঙ্গে যুক্ত রয়েছে সিক্স-ওয়ে এডজাস্টেবল নেক সাপোর্ট, যেন যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারেন।
বিজনেস শ্রেণিতে অতিরিক্ত সুবিধাসহ বিলাসবহুল ৩২টি যাত্রী আসন থাকছে। লাই-ফ্ল্যাট আসন, ফোরকে টিভি স্ক্রিন, ওয়্যারলেস পোর্ট, মাল্টিপল সকেট, মিনিবার, উন্নত স্টোরেজ, পর্যাপ্ত খাবার ও পানীয়, ফ্লাইটে বসে শপিংসহ অন্যান্য অনেক কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত।
নতুন এই উড়োজাহাজটির সিলিং অপেক্ষাকৃত উঁচু এবং সব শ্রেণিতেই আইলগুলো আরও প্রশস্ত। গালি এরিয়াটিও যথেষ্ট বড়। লাগেজের জন্য ওভারহেড স্টোরেজগুলোও অপেক্ষাকৃত বড়।
এমিরেটস এ৩৫০ এ ব্যবহৃত প্রযুক্তি অত্যন্ত উন্নতমানের। যাত্রীরা একটি টাচবাটন ব্যবহার করেই তাদের ইলেকট্রিক উইন্ডো ব্লাইন্ডগুলো এডজাস্ট করতে পারবেন। ইনফ্লাইট বিনোদন ব্যবস্থার টিভি স্ক্রিনে কেবিন ক্রু সেবা যুক্ত হয়েছে টাচ স্ক্রিন বেল বাটন। যাত্রীরা স্ক্রিনে তাৎক্ষণিক খাবারের মেন্যু দেখতে পারবেন এবং ডিজিটাল সংবাদপত্র ও ম্যাগাজিন পড়ার সুযোগ পাবেন।
ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় যুক্ত হয়েছে সর্বোচ্চ মানের সিনেম্যাটিক ডিসপ্লে, আল্ট্রারেসপন্সিভ টাচস্ক্রিন। বিনোদন ব্যবস্থায় কনটেন্টের সংখ্যাও বর্তমেনের তুলনায় প্রায় তিনগুন করা হয়েছে। এছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা। এই উড়োজাহাজগুলোতে অত্যন্ত উন্নত মানের এন্টেনা থাকার ফলে যাত্রীরা বিরতিহীন ও ঝামেলামুক্ত বৈশ্বিক কানেক্টিভিটি উপভোগ করবেন। এমিরেটসের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় যাত্রীসেবা অক্ষু্ণ্ন রাখার লক্ষ্যে নতুন প্রজন্মের উড়োজাহাজটির জন্য এমিরেটসের কেবিন ক্রুদের আলাদাভাবে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তথ্যসূত্রঃ এমিরেটস