Homeচীনে এক্সিবিশন অফ হারমনি

চীনে এক্সিবিশন অফ হারমনি

বেইজিং এর ইম্পেরিয়াল এন্সেস্ট্রাল টেম্পল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেলো ২ দিনব্যাপী চীনা একাডেমি অফ আর্টসের চিত্রশিল্প প্রদর্শনী। দ্যা হারমনি অফ ফোর সিজনস নামে এই প্রদর্শনী ২২ নভেম্বর শুরু হয়ে শনিবার ২৩শে নভেম্বর পর্যন্ত চলে।

প্রদর্শনীতে ১০০র ওপর শিল্পকর্ম স্থান পায় যার মধ্যে ছিল পেইন্টিং, ক্যালিগ্রাফি, অয়েল পেইন্টিং এবং স্কাল্পচার। প্রবীণ এবং নবীন উভয় শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হয় প্রদর্শনীতে। তাদের শিল্পকর্ম সমসাময়িক বাস্তবতাকে তুলে ধরে এবং চীনের সংস্কৃতির গভীরতা প্রকাশের পাশাপাশি ক্রস কালচারাল ডায়লগকেও তুলে ধরে।

ঐতিহাসিক ইম্পেরিয়াল এন্সেস্ট্রাল টেম্পলের পটভূমিতে আয়োজন করা এই প্রদর্শনীটি ঐতিহ্য এবং আধুনিকতার একীভূতকরণের পরিচয় দেয়। এই প্রদর্শনী উদ্ভাবনকে উৎসাহ প্রদানের পাশাপাশি শিল্পের সাথে সময়ের সংযোগের ওপরও গুরুত্বারোপ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments