Homeউদ্যোক্তা মেলানিকুঞ্জে চলছে উদ্যোক্তা পণ্য মেলা ও হেমন্ত উৎসব

নিকুঞ্জে চলছে উদ্যোক্তা পণ্য মেলা ও হেমন্ত উৎসব

শরতের বিদায়ে হেমন্ত বরণে উৎসবমুখর পরিবেশ ছিল নিকুঞ্জ ২ এর কল্যান সমিতি মাঠে। সেখানে শুরু হয়েছে ৪দিন ব্যাপী উদ্যোক্তা পণ্য মেলা ও হেমন্ত উৎসব।

কন্যা এক্টিভেশনের আয়োজনে তামান্নুর পপি ৩০ উদ্যোক্তাকে সাথে নিয়ে দেশিয় পণ্যের পসরা সাজান। রাঙামাটি, খাগড়াছড়ি থেকে উদ্যোক্তারা অংশ নিয়েছেন এই উৎসবে।

আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক, হাতে তৈরি ব্যাগ, হোম ডেকর পণ্য, রুপচর্চা বিষয়ক বিভিন্ন পণ্যের পাশাপাশি নেচারাল ডাইং, ব্লক বাটিক, জুয়েলারি, হোমে মেড পিঠা, কেক, পেস্ট্রি, বাচ্চাদের খেলনাসহ বিভিন্ন পণ্যের সমারোহ দেখতে পাওয়া যায় কল্যাণ সমিতির মাঠে।

এছাড়াও হেমন্ত বরণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিশুরা রংতুলির মাধ্যমে হেমন্তকে ফুটিয়ে তোলে।

ঢাক ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় মেলা প্রাঙ্গনে। বিকেলে নিকুঞ্জ কল্যাণ সমিতি’র সহ সভাপতি আবদুর রহমান ফিতা কেটে চারদিনের এই উদ্যোক্তা পণ্য মেলা ও হেমন্ত উৎসবের উদ্বোধন করেন।

আয়োজক তামান্নুর পপি উৎসব প্রসঙ্গে জানান, আমরা বিভিন্ন মৌসুম অনুযায়ী ইভেন্ট গুলো সাজিয়ে থাকি এবং চেষ্টা করি বিভিন্ন এরিয়ার উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে৷ সেকারণে এবার নিকুঞ্জতে করছি। প্রথমদিনেই বেশ জমে উঠেছে আশা করছি আগামীদিন গুলোতেও ভালো সাড়া পাবো৷

১৮ অক্টোবর শুরু হয়ে এই মেলা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত এই মেলা।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments