Homeঐক্য0SMETI'র নতুন ‘ফরেন প্রো’ কোর্সের উদ্বোধন: মাত্র ৩০ দিনে ৮টি প্রফেশনাল কোর্সে...

0SMETI’র নতুন ‘ফরেন প্রো’ কোর্সের উদ্বোধন: মাত্র ৩০ দিনে ৮টি প্রফেশনাল কোর্সে দক্ষতা অর্জনের সুযোগ

দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং এসএমই উদ্যোক্তাদের আত্মপ্রকাশ—এই লক্ষ্যকে সামনে রেখে ২০২১ সালে প্রতিষ্ঠিত ‘ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউট’ নিয়ে এসেছে ‘ফরেন প্রো’ নামের বিশেষ প্রশিক্ষণ কোর্স। মাত্র ৩০ দিনের মধ্যে ৮টি গুরুত্বপূর্ণ পেশাদার কোর্স শেখার মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তোলা এই উদ্যোগ দেশের তরুণ সমাজের জন্য দারুণ এক সুযোগ।

১ আগস্ট, শুক্রবার, ঐক্য এসএসমই ট্রেনিং ইনস্টিটিউটের সি ফুড ওয়ার্কশপের সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে ‘ফরেন প্রো’ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মী অপু মাহফুজ। এরপর কুকিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিশিষ্ট রন্ধনশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা আনছার নাহার প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্স উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঐক্য ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

‘ফরেন প্রো’ কোর্সে শেখানো হবে:

  • প্রফেশনাল শেফ কোর্স
  • বেকারি ও পেস্ট্রি কোর্স
  • ফাস্টফুড মেকিং কোর্স
  • হাউজকিপিং ও হোটেল ম্যানেজমেন্ট
  • টেইলারিং ও ড্রেস মেকিং
  • বেসিক ইংরিশ স্পোকেন
  • বেসিক এরাবিক স্পোকেন
  • বেসিক জাপানিজ স্পোকেন

কোর্সটি এমনভাবে গঠিত যে, মাত্র ৩০ দিনের মধ্যে অংশগ্রহণকারীরা এই আটটি কোর্সে দক্ষতা অর্জন করতে পারবেন, যা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের জন্য বড় সুবিধা হিসেবে কাজ করবে। দক্ষতার অভাবের কারণে বহু যুবক বিদেশে কাজ পাওয়ায় ব্যর্থ হচ্ছেন, এমন পরিস্থিতিতে এই কোর্স তাদের স্বপ্নপূরণের পথে শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।

ঐক্য এসএসমই ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্যক্রম শুধুমাত্র ঢাকায় সীমাবদ্ধ থাকছে না, বরং আগামীতে দেশের ৬৪টি জেলায় এই কোর্স চালুর পরিকল্পনা রয়েছে, যা দেশের প্রতিটি অঞ্চলের যুবসমাজের জন্য দারুণ এক সুযোগ হিসেবে বিবেচিত হবে।

উদ্যোক্তা ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের জন্য ‘ফরেন প্রো’ কোর্স একটি নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজেকে গড়ে তুলতে পারবে একটি পেশাদার হিসেবে, এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।

উল্লেখ্য, এসএমই খাতে নতুন উদ্যোক্তা ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এবং বাংলাদেশের তরুণ-তরুণীদের টেকসই উদ্যোগ পরিচালনায় যোগ্য করে গড়ে তুলতে ২০২১ সালে ঐক্য ফাউন্ডেশন শুরু করে ‘ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউট’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments