বসন্তের আগমনী বার্তা নিয়ে ৭ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারে ৩০টি সৃজনশীল উদ্যোগের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভ্যাল সিজন ২।
কালার্স অব বাংলাদেশ থিমে উৎসবকে বাংলাদেশের রঙে রাঙাতে বাংলাদেশের বহুমাত্রিক ও বহুবর্ণের উপস্থিতি দেখা যায় এবারের স্প্রিং কার্নিভ্যালে। এছাড়াও অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়মিত সিগনেচার পণ্য আর বসন্তের আমেজে নতুন নতুন পণ্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজন প্রসঙ্গে কেয়ার অব ঢাকার অন্যতম সমন্বয়কারী ও ফ্যাশন ব্র্যান্ড সরলার কর্ণধার মানসুরা স্পৃহা বলেন, ‘এটি আমাদের তৃতীয় প্রদর্শনী। এখানে আমরা ৩০টি সৃজনশীল উদ্যোগ নিয়ে কাজ করছি। এই আয়োজনের প্রতিটি উদ্যোগ নিজস্ব ডিজাইনে দেশীয় পণ্য তৈরি করে। ‘
কেয়ার অব ঢাকার এ প্রদর্শনীতে পোশাক, গয়না, প্রসাধনী ও স্কিন কেয়ার, ব্যাগ, আর্টস ও ক্র্যাফট, হোম ডেকোর—এই সাত ক্যাটাগরিতে ৩০টি দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ড তাদের সেরা পণ্যগুলো নিয়ে হাজির হোন।

গতবছর অভূতপূর্ব সাড়া পাওয়ার পর এবারও প্রত্যেক উদ্যোক্তা কালার্স অব বাংলাদেশ থিমে দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে কেয়ার অব ঢাকার জন্য বিশেষ পণ্য তৈরি করা হয় এই প্রদর্শনী সামনে রেখে।





