দেশের সর্ববৃহৎ বাণিজ্য উৎসব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তন করা হয়েছে। আগামী ২০২৬ সাল থেকে মেলার নতুন নাম হবে ‘ঢাকা বাণিজ্য মেলা’ (ডিটিএফ)।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ১৪৮তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ইপিবি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বিদেশি অংশগ্রহণকারীর সংখ্যা কমে আসছিল। অনেক বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশ না নিয়ে স্থানীয় এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে অংশ নিচ্ছিল, ফলে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ ও পণ্যের আসল উৎস যাচাই করা কঠিন হয়ে পড়ছিল। বাস্তবতা অনুযায়ী “আন্তর্জাতিক” শব্দটি আর প্রতিফলিত হচ্ছিল না। এ কারণেই নাম থেকে “আন্তর্জাতিক” বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইপিবি কর্মকর্তারা জানান, নতুন নামের পাশাপাশি মেলার কাঠামোতেও পরিবর্তন আসবে। বাণিজ্য মেলার সঙ্গে সমান্তরালে একটি “সোর্সিং ফেয়ার” আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে বিদেশি ক্রেতারা সরাসরি দেশীয় পণ্যের মান যাচাই করে অর্ডার দিতে পারবেন।
১৯৯৫ সালে প্রথমবারের মতো শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৩০ বছরের বেশি সময় ধরে দেশের অন্যতম জনপ্রিয় মেলা হিসেবে পরিচিত। মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্তকে বাস্তবধর্মী উল্লেখ করে ব্যবসায়ী মহল বলছে, এর ফলে আন্তর্জাতিক অংশগ্রহণ কমলেও দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত খুলবে।