Homeহেলমেট অ্যাডভোকেসি ইভেন্ট

হেলমেট অ্যাডভোকেসি ইভেন্ট

মোটরসাইকেলে চলাচলের সময় মানসম্পন্ন হেলমেটের ব্যবহারকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে হেলমেট অ্যাডভোকেসি ইভেন্ট। 

২৩শে ফেব্রুয়ারি, ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বব্যাংক, ব্র্যাক এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

এতে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমেদ, বিএসটিআই-এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, বিআরটিএ-এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন,বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন, পিএইচডি এবং ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইনসহ উন্নয়ন অংশীদার এবং বেসরকারি খাতের অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মানসম্পন্ন হেলমেট ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি এবং এটি ব্যবহারে জনসাধারণকে উৎসাহিত করতে বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments