Homeআইসিটিস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তাদের সুরক্ষায় সাত দফা দাবি ISPAB-এর

স্থানীয় প্রযুক্তি উদ্যোক্তাদের সুরক্ষায় সাত দফা দাবি ISPAB-এর

বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (ISPAB) দেশের ইন্টারনেট খাতে স্থানীয় উদ্যোক্তাদের সুরক্ষা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সাত দফা দাবি উত্থাপন করেছে।

শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব দাবি উপস্থাপন করা হয়। কর্মশালাটির শিরোনাম ছিল ‘ড্রাফট টেলিকম পলিসি ও আইএসপি শিল্পের চ্যালেঞ্জ’, যা আয়োজন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (TRNB)। কর্মশালায় ISPAB-এর পক্ষে যে সাতটি দাবি উত্থাপন করা হয়, তা হলো_ইন্টারনেট সেবার ফ্লোর ও সিলিং প্রাইস নির্ধারণ, ৫০ এমবিপিএস গতি বিশিষ্ট প্যাকেজের ন্যূনতম মূল্য ৮০০ টাকা নির্ধারণ, সক্রিয় নেটওয়ার্ক শেয়ারিং চালু করে খরচ হ্রাস ও সেবার মান উন্নয়ন, লাস্ট-মাইল কানেক্টিভিটি ISP-দের নিয়ন্ত্রণে রাখা, NTTN সার্ভিস চার্জ এক অঙ্কে নামিয়ে আনা, সোশ্যাল অবলিগেশন ফান্ড (SOF) ও রাজস্ব ভাগাভাগির ব্যবস্থা বাতিল, স্থানীয় উদ্যোক্তাদের সুরক্ষা ও উৎসাহ প্রদান।

কর্মশালায় উপস্থিত ছিলেন ISPAB সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, সাবেক সভাপতি আব্দুস সালাম এবং সদস্য এমদাদুল হক। প্রস্তাবনাটি উপস্থাপন করেন মোবারক হোসেন।

ISPAB সভাপতি আমিনুল হাকিম বলেন, “প্রস্তাবিত টেলিকম নীতিমালাটি গত ২৭ বছরে সবচেয়ে বড় নীতিগত সংকট তৈরি করেছে। এতে বলা হচ্ছে সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে—যা বাস্তবতা বিবর্জিত ও সস্তা রাজনীতির অংশ। সরকার যদি ছাড় না দেয়, বেসরকারি খাতে দামে হ্রাস করা সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “সরকার ইন্টারনেট খাত থেকে প্রায় ৬০ শতাংশ রাজস্ব আদায় করছে। এই পরিস্থিতিতে উচ্চমানের ইন্টারনেট সেবা কম দামে দেওয়া অসম্ভব।”

ISPAB মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, “দেশে সক্রিয় নেটওয়ার্ক শেয়ারিং না থাকায় বিপুল অর্থ অপচয় হচ্ছে। ইতোমধ্যে আমরা ধানমণ্ডিতে একটি ১ জিবিপিএস কমন কেবল লাইন স্থাপন করেছি, যার মাধ্যমে ৭৭টি ISP একত্রে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments