বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে বিশেষ অবদান রাখা ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত গালা অনুষ্ঠানে প্রদান করা হয় ১০ম স্ট্যান্ডার্ড চার্টার্ড–চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয়, চ্যানেল আই-এর পরিচালক ও প্রধান বার্তা সম্পাদক শাইখ সিরাজসহ কৃষি বিশেষজ্ঞ, গবেষক, নীতিনির্ধারক এবং উন্নয়ন কর্মীরা।
২০২৫ সালের বিজয়ীরাঃ
এই বছর প্রায় পাঁচ শতাধিক আবেদনের মধ্য থেকে জুরি বোর্ড ১১ জন ও প্রতিষ্ঠানকে বেছে নেয়। তারা কৃষি উৎপাদন, গবেষণা, জলবায়ু অভিযোজন, কমিউনিটি উন্নয়ন এবং নগর কৃষিতে ব্যতিক্রমী সাফল্যের পরিচয় দিয়েছেন।
বিজয়ীদের তালিকা:
আজীবন সম্মাননা: প্রফেসর ড. আব্দুল হালিম
সেরা কৃষক (নারী): আনোয়ারা খান ডলি
সেরা কৃষক (পুরুষ): আক্কাস খান
পরিবর্তনের নায়ক: আব্দুস সালাম
সেরা মেধাবী সংগ্রামী (নারী): পারভীন আক্তার
সেরা মেধাবী সংগ্রামী (পুরুষ): আব্দুল গফুর
সেরা কৃষি সাংবাদিক: রিয়াজ আহমেদ
সেরা জলবায়ু অভিযোজক: বার্ষিক
সেরা ছাদকৃষি উদ্যোক্তা (নতুন বিভাগ): হোসনে আরা
সেরা প্রতিষ্ঠান (গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি): নেমল্যাব
সেরা প্রতিষ্ঠান (সহায়তা ও বাস্তবায়ন): কৃষি বাজার লিমিটেড
জুরি বোর্ডের নেতৃত্বে ছিলেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সদস্য হিসেবে যুক্ত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং উন্নয়ন সংস্থার বিশেষজ্ঞরা।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “এ বছর অ্যাওয়ার্ডের ১০ম আসর এবং ব্যাংকের ১২০ বছরের যাত্রা—দুটোই আমাদের জন্য বিশেষ। কৃষি শুধু অর্থনীতির খাত নয়, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা মোকাবিলার মূল শক্তি। বিজয়ীদের গল্প আমাদের টেকসই উন্নয়নের পথে অনুপ্রাণিত করে।”
চ্যানেল আই-এর পরিচালক শাইখ সিরাজ বলেন, “করোনা ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও কৃষকরাই দেশের খাদ্যব্যবস্থা ধরে রেখেছেন। তাদের অবদানকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। কৃষিই ভবিষ্যতের সংকট মোকাবিলার প্রধান পথ হতে পারে।”
২০১৪ সালে শুরু হওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড–চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড আজ দেশের কৃষি উৎকর্ষতার সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠিত।





