২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৫ এ প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে ২য় সেরার পুরস্কার পেল দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার – মাইওয়ান গ্রুপ।
মেলার সমাপনী দিনে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মো. মাহমুদুর রহমান খান।
প্রসঙ্গত, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহিম।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ এর পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার।