রাজধানীর বনানীর এফডিবি গ্রাউন্ডে আয়োজিত দু’দিনব্যাপী ‘Winter Lux Carnival’ আজ শেষ হলো। ১৩ ও ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত এই মেলায় উদ্যোক্তারা তাদের হাতে তৈরি নান্দনিক পণ্য ও শীতকালীন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন।
মেলায় ক্রেতাদের জন্য ছিল শীতের শাল, জামদানী জ্যাকেট, কারচুপির থ্রি-পিস ও টু-পিস, হাতে তৈরি সাবান, ক্যান্ডেল এবং বিভিন্ন ধরনের জুয়েলারি। পাশাপাশি জিলাপি, ফুচকা, বিরিয়ানি সহ বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজনও ছিল দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।
মেলার আয়োজকরা জানান, “Winter Lux Carnival” শুধু একটি মেলা নয়, বরং এটি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচনের মঞ্চ। তারা বলেন, “এই আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারা তাদের সৃজনশীল কাজ ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন। মেলার সাফল্য আমাদের ভবিষ্যতে এমন আয়োজন আরও করার অনুপ্রেরণা দেবে।”
মেলায় অংশগ্রহণকারী এক নারী উদ্যোক্তা বলেন, “এই মেলা আমাদের ব্যবসা প্রসারের জন্য অসাধারণ একটি প্ল্যাটফর্ম। এখানে এসে আমরা সরাসরি ক্রেতাদের প্রতিক্রিয়া জানতে পেরেছি এবং নতুন ক্রেতার সঙ্গে পরিচিত হয়েছি। এটি আমাদের জন্য অনেক বড় অভিজ্ঞতা।”
মেলায় আসা দর্শনার্থীরা জানান, এমন আয়োজনে আসতে পেরে তারা দারুণ আনন্দিত। একজন ক্রেতা বলেন, “এই মেলায় এসে শুধু কেনাকাটাই করিনি, বরং নতুন পণ্যের বৈচিত্র্য সম্পর্কে জানতে পেরেছি। এটি ছিল শীতের মৌসুমে দারুণ একটি অভিজ্ঞতা।”
দর্শনার্থীদের উচ্ছ্বাস, উদ্যোক্তাদের উদ্দীপনা এবং শীতকালীন পণ্যের সমাহারে সফলভাবে শেষ হলো ‘Winter Lux Carnival’। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
হাবিবুর রহমান,
উদ্যোক্তা বার্তা