Homeউদ্যোক্তা গবেষণা ও উদ্ভাবনসুপ্রীম কোর্টের আইনজীবীদের ব্যতিক্রমী ফ্যাশন শো 

সুপ্রীম কোর্টের আইনজীবীদের ব্যতিক্রমী ফ্যাশন শো 

কোনো প্রফেশনাল মডেল নন তবু র‍্যাম্পে হাঁটছেন সুপ্রীম কোর্টের আইনজীবীরা। এ যেন কল্পনারও বাইরে। দক্ষিণ এশিয়ার প্রথম কোনো ফ্যাশন শো’তে আইনজীবিরা অংশ নিলেন এবং আইনের বিভিন্ন ভাষা, প্রতীক, আইনের বিভিন্ন উক্তি এবং দর্শনকে ফ্যাশন শো এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সুপ্রীম কোর্টের আইনজীবীরা। 

একটি মাধবী উপাখ্যান,Stop Sexual Harragment BLD,নারী দিবসের কালার থিম, End violence against women,Sue you Soon – Born to argue, জুডিশিয়াল থিমসহ প্রায় ২৭টি কনসেপ্ট নিয়ে – পোশাকগুলো ডিজাইন করেছেন এ্যাড. মাসুমা মিথিলা।

এ্যাডভোকেট মাসুমা মিথিলার ডিজাইনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো ল থিম ফ্যাশন ও এ্যাটায়ার এক্সিবিশন।

এক্সিবিশনের প্রথমদিন রবিবার এই প্রদর্শনী’র উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।দিন ব্যাপী এ্যাটায়ার এক্সিবিশন হয়।

১৭ ফেব্রুয়ারি, অনুষ্ঠানের ২য় পর্বে ল থিম ফ্যাশন প্যারেডে আইনের বিভিন্ন থিম এ ডিজাইন করা পছন্দের পোশাকে অংশ নেন আইনজীবীরা।

পেশায় আইনজীবি, সাদা কালো পোশাকে ছকে বাঁধা জীবনে ক্ষানিকটা বিনোদন খুঁজে পেলেন এ্যাড. মিথিলার এই ভিন্নধর্মী আয়োজনে।

২য় দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কোম্পানি আইন বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবী এ কে এম বদরুদ্দোজা, এডভোকেট গাজী মো: নেয়ামত হোসেন, জাস্টিস নাসরিন আকতার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী কেক কাটেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments