সিলেট শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশের প্রথম চালকবিহীন (Self-Drive) গাড়ি ভাড়া সেবা ‘ইউড্রাইভ’। প্রবাসীবহুল এই শহরে চালু হওয়া সেবাটি স্থানীয় ও বিদেশফেরত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে স্বাধীন, আধুনিক এবং ব্যক্তিগত ভ্রমণের এক নতুন অভিজ্ঞতা। চার তরুণ উদ্যোক্তা—আফজাল হোসেন চৌধুরী, এনামুল হাসান, ইফতেখার ইরাদ ও যুক্তরাজ্যপ্রবাসী শিব্বির আহমেদের যৌথ উদ্যোগে ইউড্রাইভের যাত্রা শুরু।
চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলেও, গত ২৩ জুলাই ২০২৫ সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ইতোমধ্যে ৫০০টিরও বেশি সফল ট্রিপ সম্পন্ন হয়েছে এবং ৭০+ নিয়মিত গ্রাহক এই সেবা ব্যবহার করছেন।
বর্তমানে মার্সিডিজ, টয়োটা করোলা, অ্যালিয়নসহ বিভিন্ন মডেলের প্রিমিয়াম গাড়ি গ্রাহকরা ভাড়া নিতে পারছেন। ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র এবং প্রামাণিক তথ্য দিয়ে অনলাইনে সহজেই রেজিস্ট্রেশন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। ১২ ঘণ্টার জন্য গাড়ি ভাড়ার ন্যূনতম মূল্য ২,৫০০ টাকা, যা সাশ্রয়ী ও নমনীয়।
যুক্তরাজ্যপ্রবাসী পিনাক দে সিলেট সফরের সময় ড্রাইভারের অতিরিক্ত কথাবার্তা ও সীমিত স্বাধীনতায় বিরক্ত হয়ে নিজেই গাড়ি কিনতে বাধ্য হন। সেই অপ্রত্যাশিত অভিজ্ঞতা থেকেই তৈরি হয় ইউড্রাইভের ধারণা। উদ্যোক্তারা জানান, প্রবাসীরা চাইলে ইউড্রাইভের ফেসবুক পেজ থেকেই গাড়ি অগ্রিম বুক করতে পারেন, যা সিলেট বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রস্তুত থাকবে।
সিলেটের পর্যটন সংস্থার পরিচালক শেখ রাফি বলেন, “অনেক পর্যটক পরিবার নিয়ে স্বাধীনভাবে ঘুরতে চান। ইউড্রাইভ সেই সুযোগটি এনে দিয়েছে। এটি নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার।” তবে তিনি মনে করেন, বিদেশি পর্যটকদের জন্য যাচাই প্রক্রিয়াটি আরও সরল করা উচিত। ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী ইসমাইল হোসেন বলেন, “বিদেশে এমন সেবা বহুবার নিয়েছি, কিন্তু সিলেটে এই প্রথম পাচ্ছি। এটা অনেক বড় স্বস্তির বিষয়।”
বর্তমানে ইউড্রাইভ সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে এবং ১৬টি গাড়ির একটি ফ্লিট রয়েছে। উদ্যোক্তাদের লক্ষ্য বছরের মধ্যে বহর ১০০ গাড়িতে উন্নীত করা এবং ১০,০০০ ট্রিপ সম্পন্ন করা। পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রামে সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।