Homeউদ্যোক্তা মেলাসিডনির লিভারপুলে সিস্টারহুড ঈদ মেলা 

সিডনির লিভারপুলে সিস্টারহুড ঈদ মেলা 

আসন্ন রমজানে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অসি বাংলা সিস্টারহুডের উদ্যোগে একটি জমকালো ঈদ মেলা। আগামী ৯ মার্চ রবিবার,সিডনির লিভারপুলে অবস্থিত উইথল্যাম লেসার সেন্টারে এই বিশাল  মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশী পোশাক আর মুখোরোচোক খাবারের সমৃদ্ধি, ঐতিহ্য ও সৌন্দর্য সিডনি শহরের মানুষের সামনে তুলে ধরার জন্য,বাংলাদেশী নারী উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই মেলার আয়োজন।

এই ঈদ মেলায় থাকছে ৬৫টিরও বেশি স্টল, যেখানে পণ্য এবং সেবা সরবরাহ করবেন অধিকাংশ বাংলাদেশী নারী উদ্যোক্তারা। মেলায় উপস্থিতরা পাবেন বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি, ক্যালিগ্রাফি পেইন্টিংসহ অনেক ধরনের হাতের তৈরি শিল্পকর্ম। পাশাপাশি, স্থানীয় সুস্বাদু মুখরোচক খাবারের স্টলও থাকবে, যা প্রবাসীদের জন্য দেশী স্বাদে ফিরে যাওয়ার অনুভূতি সৃষ্টি করবে।

মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়নি, এবং এটি চলবে সকাল ১১টা থেকে মেলা আয়োজিত হচ্ছে লিভারপুলে যাতে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ সহজেই পরিবারের সাথে মেলায় অংশ নিতে পারে।

অসি বাংলা সিস্টারহুড দীর্ঘদিনধরেই বাংলাদেশী নারীদের জন্য একটি বৃহত্তম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ১৫০০০।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে, বাংলাদেশী নারী উদ্যোক্তারা সহজেই অনলাইনে তাদের পণ্য এবং সেবা ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন। তবে এই ঈদ মেলা একটি বিশেষ উদ্যোগ যেখানে সরাসরি উপস্থিত হয়ে ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন এবং একই সাথে উদ্যোক্তাদের সঙ্গে একান্তভাবে আলাপ-আলোচনা করতে পারবেন।

 এই মেলায় সিডনির সব প্রসিদ্ধ উদ্যোক্তারা একসাথে অংশগ্রহণ করেছেন তাই অতিথিরা এক ছাদের নিচেই সবকিছু সহজে পেয়ে যাবেন। এছাড়াও, অতিথিরা বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কারও জিতে নিতে পারবেন।

ইতিমধ্যেই মেলা নিয়ে সিডনিবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিক্রেতাদেরও অপেক্ষায় রয়েছেন, এতো বিশাল আয়োজনে তাদের পন্য পরিবেশনের জন্য।এই মেলায়  বাংলাদেশী কম্যুনিটির বাইরেও অস্ট্রেলিয়ার ভিন্ন কালচারের মানুষের কাছে বাংলাদেশের বৈচিত্র্য ও ঐতিহ্য  তুলে ধরার একটি অনন্য সুযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments