Homeউদ্যোক্তা মেলাসিটি আলোর উদ্যোগে রঙিন উৎসব 'আলোর মেলা’

সিটি আলোর উদ্যোগে রঙিন উৎসব ‘আলোর মেলা’

আগামী ২১ মে,মাইডাস সেন্টারে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ৪০টিরও বেশি ব্র্যান্ড নিয়ে শুরু হচ্ছে সিটি আলোর এক রঙিন উৎসব ‘আলোর মেলা’। 

পোশাক, অলংকার, হস্তশিল্প, মজাদার খাবার এবং আরও বিভিন্ন রকম পণ্যের সমাহার তো থাকছেই, পাশাপাশি আনন্দ বাড়াতে থাকছে লাইভ মিউজিক ও স্ট্যান্ড আপ কমেডি।

নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রার পাশে থেকে অনুপ্রাণিত করতে ‘আলোর মেলা’র আয়োজন করা হয়।

২১–২২ মে (বুধবার ও বৃহস্পতিবার), মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সেতু ইসরাত,উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments