সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মো. শওকত আলী খান বলেন, “২০২৫ সালে খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি গুণগত মানের প্রতিষ্ঠানকে ঋণ দেবে সোনালী ব্যাংক। ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থাৎ এসএমই খাতকে প্রাধান্য দিয়ে ঋণ দেওয়া হবে। রপ্তানি বাড়াতে স্থানীয় উৎপাদনশীল শিল্পকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়া হবে। ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করা হবে।”
২০২৪ সালে রেকর্ড মুনাফার কারণে প্রভিশন ঘাটতি কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে অতীতের সব রেকর্ড ভেঙে ২০২৪ সালে বিপুল মুনাফা করেছে সোনালী ব্যাংক পিএলসি। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে এক হাজার ৭৯১ কোটি টাকা।