Homeউদ্যোক্তা গবেষণা ও উদ্ভাবনসাত গ্রাহক উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

সাত গ্রাহক উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

উদ্যোক্তার পণ্যের বৈচিত্র্য, রাজস্ব, ও প্রভাবের ভিত্তিতে সম্মাননা; শতাধিক উদ্যোক্তার উপস্থিতি।

বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস-২০২৫ উপলক্ষে প্রাইম ব্যাংক পিএলসি সারাদেশ থেকে বাছাইকৃত সাতজন উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে। শুক্রবার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান’-এ এই সম্মাননা দেওয়া হয়।

প্রাইম ব্যাংক ১১,৫০০-এরও বেশি সক্রিয় ঋণগ্রহীতার মধ্য থেকে ৬ জন এসএমই উদ্যোক্তা এবং ১ জন কৃষি খাতের উদ্যোক্তাকে এই সম্মাননা প্রদান করে। উদ্যোক্তাদের নির্বাচনে পণ্যের বৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, কর্মসংস্থানের পরিমাণ, উদ্যোক্তার ধরন ও ব্যাংকের সাথে সম্পর্ককে বিবেচনায় নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা। কী-নোট বক্তা ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। এছাড়া প্রাইম ব্যাংক পিএলসি -এর সিইও হাসান ও. রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংক পিএলসি এর প্রধান নির্বাহী হাসান ও. রশীদ বলেন,

“এসএমই বাংলাদেশের অর্থনীতির ভিত্তি। তারা শুধু কর্মসংস্থান নয়, টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরতার ভিত্তিও তৈরি করে। এই সম্মাননা উদ্যোক্তাদের জন্য একটি প্রেরণা, যা ভবিষ্যতের সফলতার পথে সহায়ক হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments