কর্মসংস্থান বৃদ্ধির জন্য দক্ষতা বৃদ্ধি জরুরী, এজন্য সরকার স্কিল ডেভলপমেন্ট অথরিটি করার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং ওমেন এন্টারপ্রেনর এসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব জানান।
সালমান এফ রহমান বলেন, স্কিল ডেভলপমেন্ট অথরিটির মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মশালার একটি মান সম্মত এবং অভিন্ন কারিকুলাম করা হবে যাতে প্রশিক্ষণের মানদণ্ড বজায় থাকে।
তিনি জানান, দেশের সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, জাইকা এসএমই খাতের জন্য একটি বড় অংকের টাকা দিয়েছে যা এখনো অব্যবহৃত।
তিনি বলেন, বিনিয়োগের জন্য অর্থ আছে তবে সে অর্থ উদ্যোক্তারা পাচ্ছেন না। এজন্য উদ্যোক্তাদেরই উদ্যোগী হতে হবে বলে মনে করেন এ উপদেষ্টা।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাফিজুল হক, ইউরোপিয়ান ইউনিয়নের ফাস্ট সেক্রেটারি এবং এডুকেশন ও হিউম্যন ডেভলপমেন্টের টিম লিডার হানস ল্যমব্রেথ।
অনুষ্ঠানে মূল প্রবন্থ উপস্থাপন করেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত এবং সভাপতিত্ব করেন ওয়েবের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা