Homeউদ্যোক্তা মেলা­­­­শান্তিবাড়ির আয়োজনে চলছে ভালো থাকার উৎসব – ‘Celebration of life’

­­­­শান্তিবাড়ির আয়োজনে চলছে ভালো থাকার উৎসব – ‘Celebration of life’

শান্তিবাড়ির উদ্যোগে ৩ ও ৪ জানুয়ারি ২০২৫, দুইদিনব্যাপী চলবে ভালো থাকার উৎসব – “Celebration of life, Season-2”। 

বাংলা একাডেমি চত্বরজুড়ে এই আয়োজন করা হচ্ছে। ৩রা জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় এই উৎসবের উদ্বোধন করেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, দেশবরেণ্য মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদ, ও অভিনয়শিল্পী ও মডেল তানজিকা আমিন। মূল অনুষ্ঠান উদ্বোধনের পরপরই উৎসব অন্তর্গত আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিবিশনও উদ্বোধন হয়।

১০ জন সিনিয়র ও উদীয়মান নারী চিত্রশিল্পীর অংগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর হামিদুজ্জামান ও ভাস্কর আইভী জামান। অন্যদিকে ৩০ জন নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশনের উদ্বোধন করবেন চারুকলার ড্রইং ও পেইন্টিং বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধান ড. মুহম্মদ ইকবাল আলী।

ভালো থাকার উৎসব শান্তিবাড়ির নিয়মিত বাৎসরিক আয়োজন। এ বছর বাংলা একাডেমিতে দুইদিনব্যাপী এই উৎসব এর সিজন-২ অনুষ্ঠিত হচ্ছে। আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিবিশন ছাড়াও এতে থাকবে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। এতে প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন।

শান্তিবাড়ির মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদের উপস্থিতি ও তত্ত্বাবধানে ৩ টি বুথ পরিচালিত হবে। তিনটি বুথই সকাল থেকে সন্ধ্যে অব্দি খোলা থাকবে এবং এসব বুথে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য অ্যাসেসমেন্ট ও পরামর্শ, আইনি পরামর্শ, ও ডায়েট সংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে। সেইসাথে হেনা আর্ট বুথে এসে হাতে মেহেদীর নকশাও এঁকে নেওয়া যাবে।

এছাড়া উৎসবে থাকবে ইয়োগা ইন্সট্রাকট্রর তাস রহমান পরিচালিত বিশেষ ইয়োগা সেশন। সাউন্ড হিলিং মাস্টার পারাভভ্রুতি (দীপ্তি অরনী) এর পরিচালনায় মিউজিক হিলিং সেশন। থাকবে মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদের ইমোশনাল ইন্টিলজেন্স নিয়ে বিশেষ মানসিক স্বাস্থ্য সেশন। নারী চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী পরিচালিত ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র আজব কারখানা প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিনে।

শান্তিনিকেতন থেকে আসবেন গুরুপ্রিয়া বাউল, উন্মুক্ত মঞ্চে আয়োজিত হবে তার গানের আসর।  তরুণদের পছন্দের ব্যান্ড সর্বনাম এর বাংলা গানের পরিবেশনা।

উৎসবের শেষ দিনে বিকেলে বিশেষ সমাপনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে। এতে থাকছে বিজ্ঞান ও নারীবাদী অ্যাক্টিভিস্ট ডা. মনিরুল ইসলামের বিশেষ আলোচনা, স্বনামধন্য নাট্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান বলবেন “নিজের জীবন ও লড়াইয়ের গল্প”। অনুষ্ঠিত হবে একটি বিশেষ প্যানেশ ডিসকাশন, বিষয়- “নারীর বন্ধু বনাম নারীর লড়াই”।

ড. জাকিয়া সুলতানার পরিচালনায় এতে আলোচনায় অংশ নেবেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক ড. মাহমুদা পারভীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুল হক সুমন, ও অভিনয়শিল্পী রুনা খান এবং এবারের বিশেষ আকর্ষণ হলো এই অনুষ্ঠানে একজন কৃতী নারীকে শান্তিবাড়ি শান্তিময়ী সম্মাননা দেওয়া হচ্ছে। শান্তিময়ী সম্মাননা ২০২৫ গ্রহণ করবেন কৃতী ফুটবলার, ক্রীড়াবিদ রেহানা পারভীন।

সেই সঙ্গে উৎসবে অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্যে থেকে একজন সেরা উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হবে শান্তিবাড়ির পক্ষ থেকে।

সমাপনী অনুষ্ঠান শেষ হবে প্রখ্যাত সংগীত পরিচালক নির্ঝর চৌধুরী ও তার সহশিল্পী সেমন্তী মঞ্জরী, অর্ণব, প্রতীতির পরিবেশনার মধ্যদিয়ে। তারা পরিবেশন করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য চিত্রাঙ্গদা।

সেতু ইসরাত,উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments