Homeউদ্যোক্তা মেলালাইভলিহুডে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

লাইভলিহুডে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

লাইভলিহুডে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ কথা জানিয়েছেন। 

রাজধানীর ঢাকায় প্রথম বারের মতো শুরু হয়েছে বিঝু, বৈসু,সাংগ্রাই,চাংক্রান,বিষু মেলা ২০২৫।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ৩ দিনের এই মেলার উদ্বোধন করেন।  প্রধান অতিথির বক্তব্য প্রদানে এ কথা জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি আরো বলেন, আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি সেটা হলো লাইভলিহুড ডেভেলপমেন্ট। আমাদের যে তিন চারটা প্রতিষ্ঠান আছে জেলা পরিষদ এবং ডেভলপমেন্ট বোর্ড – এদেরকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে বের করে কিভাবে লাইভলিহুড কনসেপ্টে নিয়ে আসতে পারবো এটা নিয়ে আমি সিরিয়াসলি কাজ করতে চাই। আমরা যে পরিমাণ টাকা গভমেন্ট থেকে পাই তার কিছু অংশ কি লাইভলিহুড ডেভেলপমেন্ট ইনভেস্ট করেছি, খুব সম্ভবত করি নাই। সরকার কি নিষেধ করেছিলো?  করে নাই।আমাদের ইনভেস্টমেন্টটা এভাবেই হওয়া দরকার।

তিনি আরো বলেন, আমাদের আমাদের পার্বত্য কমপ্লেক্স নামে একটি প্রতিষ্ঠান আছে, আপনারা যদি আগ্রহী হোন তাহলে এটা আমি আপনাদের জন্য রেখে দিবো এমনকি আমাদের ২৫০ জনের জন্য যে ক্যাফেটেরিয়া আছে এটাও আমি আপনাদের জন্য দিয়ে দিবো যদি আপনারা কাজ করতে আগ্রহী হোন।

প্রয়োজনে দেড় দু বছরের জন্য mou সাইন করে দিয়ে যাবো। যেন আমি এখানে না থাকলেও আপনারা কাজ করতে পারেন।

এছাড়াও উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান।

ঢাকার মিরপুর ১৩ নম্বরের শাক্যমুনি বৌদ্ধ বিহারে  এই আয়োজনের মূল দায়িত্বে রয়েছেন ‘ঢাকাস্থ্য পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’।

৩ টি পার্বত্য জেলা থেকে এই উৎসবে ৪৫ জন উদ্যোক্তার অংশগ্রহণে প্রায় ৩০টি স্টল সেজেছে পাহাড়ি আমেজে।

মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন বিক্রয় ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এটি পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।

চৈত্র সংক্রান্তিতে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ীরা এই উৎসবের আয়োজন করে থাকে। লেখাপড়া ও কর্ম ব্যস্ততার জন্য ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর একটা অংশ ঢাকাতেও থাকে। তাদের অংশগ্রহণেই এবারের এই আয়োজন করা হয়েছে।

৯, ১০ ও ১১ এপ্রিল তিন দিনব্যাপী বিজু, বৈসু ও চৈত্র সংক্রান্তি উৎসব উপলক্ষে শাক্যমুনি বৌদ্ধ বিহারে এই মেলার আয়োজন করা হয়।

সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments