জাপানের অটোমোবাইল জায়ান্ট ব্র্যান্ড মিতসুবিশির ‘এক্সপ্যান্ডার’ মডেলের নতুন চার ধরনের গাড়ি দেশে তৈরি করে আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে র্যানকন মোটরস। গত শনিবার, ২৮শে জুন রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানের মাধ্যমে এই গাড়িগুলোর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবারই প্রথম বাংলাদেশে মিতসুবিশির গাড়ি পূর্ণাঙ্গভাবে সংযোজন, রং ও গুণগত নিরীক্ষাসহ বাজারজাত করা হলো। এর আগে শুধু বিদেশ থেকে আনা যন্ত্রাংশ সংযোজন করা হতো। গাড়ি তৈরির এই কার্যক্রম চালাতে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুরে অবস্থিত র্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা বিনিয়োগে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হয়েছে।
এই কারখানাটি গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর গ্রামে ৫২ একর জায়গার ওপর স্থাপিত র্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত। এখানে মিতসুবিশি ছাড়াও মার্সিডিজ বেঞ্জ বাসের চেসিস, সুজুকি মোটরসাইকেল, প্রোটন, জ্যাক, এলজি ও তোশিবার বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে।
‘এক্সপ্যান্ডার’ মডেলের নতুন চার সংস্করণ—স্পোর্টস, প্রিমিয়াম, ক্ল্যাসিক ও ইকো—এর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি। এ ছাড়া উপস্থিত ছিলেন র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম ও মিতসুবিশি মোটরস করপোরেশনের বিভাগীয় মহাব্যবস্থাপক (ডিভিশন জেনারেল ম্যানেজার) ইউতাকা ইয়ানো।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেড় হাজার সিসি ইঞ্জিনের এক্সপ্যান্ডার মডেলের গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ১৭০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। ৭ আসনের এই গাড়ি পাহাড়ি এলাকাতেও সহজেই চলাচল করতে পারে। গাড়িটির ওজন ১,২৬০ কেজি এবং এটি সাতটি ভিন্ন রঙে বাজারে পাওয়া যাচ্ছে।
মূল্য নির্ধারণ অনুযায়ী, ক্ল্যাসিক সংস্করণ ৩৪ লাখ টাকা, প্রিমিয়াম ৩৫ লাখ ৫০ হাজার টাকা, স্পোর্টস ৩৬ লাখ ৫০ হাজার টাকা, এবং এলপিজি ইঞ্জিনচালিত ইকো সংস্করণ ৩৫ লাখ টাকা।
গাড়ি উৎপাদনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।