সৃষ্টিশীল মানুষদের জন্য বৈশ্বিক অনলাইন মার্কেটপ্ল্যাটফর্ম ‘Etsy’ এখন এক নতুন সম্ভাবনার নাম। নিজ হাতে তৈরি একটি গয়না, কাগজের কারুশিল্প কিংবা ডিজিটাল প্ল্যানার—সবই আজ পৌঁছে যাচ্ছে লাখো ক্রেতার কাছে, শুধু Etsy-এর কল্যাণে।
রোব ক্যালিন: এক স্বপ্নবাজ তরুণের গল্প
২০০৫ সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে রোব ক্যালিন (Rob Kalin) ছিলেন এক তরুণ শিল্পী, যিনি নিজের হাতে কাঠের আসবাব তৈরি করতেন। তিনি চেয়েছিলেন নিজের তৈরি জিনিস অনলাইনে বিক্রি করতে। ই-বে ব্যবহার করে ব্যর্থ হয়ে বুঝতে পারলেন—হস্তনির্মিত ও ক্ষুদ্র পরিসরের পণ্যের জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই।
রোব তখন ছিলেন মাত্র ২৫ বছরের তরুণ, কোনো ব্যবসায়িক ডিগ্রি ছিল না, এমনকি কোডিং জানতেন না। কিন্তু তাঁর ছিল একটি স্বপ্ন: একটি এমন অনলাইন বাজার তৈরি করা, যেখানে কারিগর ও শিল্পীরা নিজেদের তৈরি জিনিস বিক্রি করতে পারবেন এবং নিজের শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন।
এই স্বপ্ন বাস্তবায়নে তিনি তার দুই বন্ধু ক্রিস ম্যাগুয়ার (Chris Maguire) এবং হিম সেলডম্যান (Haim Schoppik)-কে নিয়ে শুরু করেন Etsy।
তিনি Etsy-এর নাম রাখেন “Etsy” কারণ তিনি চেয়েছিলেন এমন একটি নাম যেটার পূর্বধারণা কারও মাথায় নেই। একবার এক সাক্ষাৎকারে রোব বলেছিলেন, তিনি ইতালিয়ান সিনেমা দেখছিলেন, যেখানে লোকজন বলছিল “etsi” (যার অর্থ: এমন কিছু)। সেই শব্দ থেকেই আসে “Etsy”—একটি একেবারে নতুন শব্দ, একেবারে নতুন ধারণা।
Etsy-র প্রথম অফিস ছিল তাদের অ্যাপার্টমেন্টের ভেতরেই। শুরুতে প্রতিটি তালিকাভুক্ত পণ্যে খরচ ছিল মাত্র ১০ সেন্ট, আর বিক্রির পর Etsy ৩.৫% কমিশন নিত। তবে ধারণাটি এতটাই জনপ্রিয় হয় যে মাত্র দুই বছরের মধ্যে ৪.৫ লাখ বিক্রেতা যুক্ত হন এবং বছরে বিক্রি ছাড়িয়ে যায় ২.৬ কোটি ডলার। রোব ক্যালিনের নেতৃত্বে Etsy ব্যবসায়িক প্ল্যাটফর্ম হলেও তার মূল দর্শন ছিল—“মানুষের সৃষ্টির সঙ্গে মানুষের সংযোগ ঘটানো।”২০১১ সালে তিনি Etsy-র CEO পদ থেকে সরে দাঁড়ালেও, তার ভাবনা ও দৃষ্টিভঙ্গি আজও Etsy-এর মূল ভিত্তি হয়ে আছে।
কেন Etsy আলাদা?
Etsy শুধুমাত্র একটি অনলাইন দোকান নয়—এটি এক ধরনের কমিউনিটি, এক মুক্ত মঞ্চ, যেখানে নিজের তৈরি জিনিসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার সুযোগ পান যেকোনো ব্যক্তি। এ প্ল্যাটফর্মে বিক্রি হয় হস্তনির্মিত পণ্য, ভিন্টেজ আইটেম, অলঙ্কার, ডিজিটাল ফাইল, গৃহসজ্জার উপকরণ, প্রিন্টেবল প্ল্যানারসহ নানা অনন্য পণ্য।
বিশেষ করে ডিজিটাল পণ্য Etsy-র অন্যতম শক্তিশালী বিভাগ। একবার বানালেই চলবে—শিপিংয়ের ঝামেলা নেই, স্টক ম্যানেজ করতে হয় না। Canva বা Illustrator-এ তৈরি ডিজাইন, ওয়াল আর্ট, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট কিংবা শিক্ষার্থীদের নোট—সবই এখন বিক্রি হচ্ছে সফলভাবে।
Etsy-তে কীভাবে শুরু করবেন?
- শুরুটা সহজ
- একটি অ্যাকাউন্ট খুলে শপের নাম ঠিক করতে হবে।
- এরপর ছবি, শিরোনাম, বিবরণ, বিভাগ, দামসহ পণ্য লিস্টিং দিতে হবে
- পেমেন্ট সেটআপ করে শপ ওপেন করলেই শুরু হয় নতুন যাত্রা।
যদিও বাংলাদেশ থেকে সরাসরি Etsy-তে বিক্রি সম্ভব নয়, তবে আমেরিকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা কিংবা আত্মীয়-পরিজনের সহায়তায় শুরু করতে পারেন। অনেকে ডিজিটাল পণ্য তৈরি করে সফলভাবে আন্তর্জাতিক বাজার ধরেছেন।
নারীদের জন্য Etsy: সময় ও জায়গার স্বাধীনতা
Etsy-র বিক্রেতাদের ৮৬%-ই নারী। অনেক গৃহিণী, মা বা শিক্ষার্থী ঘরে বসে নিজেদের হাতে তৈরি পণ্য বা ডিজিটাল আইডিয়া বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন। পরিবারের আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ব্র্যান্ড গঠনের সুযোগ
Etsy-তে বিক্রি মানেই শুধু অর্ডার পাঠানো নয়—এটি একটি ব্র্যান্ড গড়ে তোলার সুযোগ। প্রতিটি প্যাকেজিং, একটি ধন্যবাদ কার্ড, রিভিউয়ের প্রতি যত্ন—এসবই একটি ব্যক্তিগত ব্র্যান্ড গঠনের অংশ। একজন খুদে কারিগরও Etsy-তে নিজের স্টোরি, পণ্যের সৌন্দর্য এবং গ্রাহকসেবার মাধ্যমে হয়ে উঠতে পারেন বড় ব্র্যান্ড।
Etsy-র ভবিষ্যৎ ও পরিবেশ সচেতনতা
Etsy এখন আরও উন্নত প্রযুক্তি, স্বয়ংক্রিয়তা এবং মোবাইল ফ্রেন্ডলি ফিচার নিয়ে কাজ করছে, যাতে নতুন বিক্রেতারা আরও সহজে ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া Etsy কার্বন অফসেট নিশ্চিত করা প্রথম ই-কমার্স প্ল্যাটফর্ম—যা এটিকে পরিবেশবান্ধব ব্র্যান্ডে রূপান্তর করেছে।
রোব ক্যালিনের একান্ত ইচ্ছা আর সৃষ্টিশীল চেতনা থেকেই জন্ম হয়েছিল Etsy-এর, আজ যা বিশ্বজোড়া শিল্পীদের জন্য এক মুক্ত মঞ্চ। একটি ছোট পণ্য, একটি স্বপ্ন, আর একটু সাহস—এই তিনটি দিয়েই গড়া যায় Etsy-তে একটি সফল যাত্রা। Etsy আমাদের শেখায়—“ছোট শুরু মানেই ছোট স্বপ্ন নয়।” বিশ্ববাজার এখন অপেক্ষায় আপনার সৃষ্টিশীলতার।
Etsy ছাড়ার পর তিনি পুনরায় শিল্প ও উৎপাদন-ভিত্তিক কাজ শুরু করেন—বর্তমানে Catskills, New York–এ একটি আর্টিসান কমিউনিটি গড়ে তুলছেন, যেখানে কাঠের আসবাব, বেকারি, হর্ন স্পিকারসহ নানা হ্যান্ডক্রাফট কাজ করছেন, রোব কালিনের নেট ওয়ার্থ আনুমানিক $১০ মিলিয়ন।
সেতু ইসরাত,উদ্যোক্তা বার্তা