রাজশাহীতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫।
গতকাল রবিবার বিকেলে রাজশাহী কলেজ মাঠে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
১০ দিনব্যাপী এই মেলায় ৭৫টি স্টলে বিসিক শিল্প নিবন্ধনধারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এবারের মেলায় অন্তত ৩০ জন নতুন উদ্যোক্তা প্রথমবারের মতো অংশ নিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান,
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী, বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
আগামী ৫ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গন।