Homeউদ্যোক্তা মেলারাজধানীতে চলছে জাতীয় ফার্নিচার মেলা

রাজধানীতে চলছে জাতীয় ফার্নিচার মেলা

রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘২০তম জাতীয় ফার্নিচার মেলা–২০২৫’।
‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে আয়োজিত এ মেলাটি দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আনুষ্ঠানিকভাবে ‘২০তম জাতীয় ফার্নিচার মেলা–২০২৫’-এর উদ্বোধন করেন।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বাফিয়া) আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী শনিবার মেলার পর্দা নামবে।

দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ডগুলো অংশ নিয়েছে এবারের মেলায়। এর মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগ্যাল, লিগ্যাসিসহ আরও বেশ কিছু পরিচিত আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

প্রতিটি প্রতিষ্ঠান তাদের সর্বশেষ ডিজাইন, উদ্ভাবনী ধারণা এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী তৈরি নানা পণ্য প্রদর্শন করছে। মেলায় পাওয়া যাচ্ছে সোফা সেট, ড্রয়িং ও ডাইনিং টেবিল, আলমারি, ওয়ার্ডরোব, চেয়ার–টেবিল, দোলনা, শোকেস, বেডরুম সেটসহ আধুনিক ও ঐতিহ্যবাহী ধাঁচের নানা ধরনের আসবাবপত্র।

গ্রাহকদের আকৃষ্ট করতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ঘোষণা করেছে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments