ধানমন্ডির প্রাণকেন্দ্র রবীন্দ্র সরোবরে চলছে তিন দিনব্যাপী ‘আনন্দ মেলা’। আয়োজক সংস্থা সূর্যমুখীর উদ্যোগে শুরু হওয়া এই মেলা ২২ মে থেকে শুরু হয়ে আজ, ২৪ মে রাত ১০টায় শেষ হবে।
মেলায় রয়েছে ২২টি বৈচিত্র্যময় ও সৃজনশীল স্টল—যেখানে স্থান পেয়েছে দেশীয় পোশাক, গয়না, খাবার, হস্তশিল্পসহ নানা ধরনের সৃজনশীল পণ্য। প্রতিদিনের বিকেল মাতিয়ে তুলছে সাংস্কৃতিক অনুষ্ঠান—গান, কবিতা, নৃত্য ও পারফরম্যান্সে দর্শকরা পাচ্ছেন ভিন্ন এক অভিজ্ঞতা।
শিশুদের জন্য রয়েছে দোলনা ও খেলাধুলার বিশেষ আয়োজন, যা শিশুদের জন্যে পরিণত হয়েছে আনন্দের ছোট্ট দুনিয়ায়।
আয়োজক সংস্থা সূর্যমুখীর পক্ষে রাব্বি বলেন,
“ইনডোরে আমরা দুবার মেলার আয়োজন করেছি। তবে এবারই প্রথম আউটডোরে, প্রকৃতির মাঝে এই আয়োজন করেছি। সামনে ঈদ—এই উপলক্ষে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ করে দিতে চেয়েছি। একইসাথে সাধারণ ক্রেতারাও পাচ্ছেন মেলার আনন্দ ও কেনাকাটার সুযোগ।”
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারাও জানান তাদের অভিজ্ঞতা ও সন্তুষ্টি। কেক ও অর্গানিক মেহেদী নিয়ে আসা উদ্যোক্তা “মনিশা শীল” বলেন,“এই মেলায় অংশ নিয়ে আমি দারুণ সাড়া পেয়েছি। বিক্রি যেমন ভালো হচ্ছে, তেমনি নতুন অনেক গ্রাহকের সঙ্গে পরিচিত হচ্ছি।”
ঐতিহ্যবাহী হস্তশিল্প নিয়ে মেলায় অংশ নিয়েছেন উদ্যোক্তা সুরাইয়া। তিনি বলেন, “আমরা পাট, বাঁশ, ছনের মতো ইকো–ফ্রেন্ডলি উপকরণ দিয়ে তৈরি হস্তশিল্প পণ্যে কাজ করি। এই মেলায় এসে ক্রেতাদের দারুণ আগ্রহ দেখছি, যা আমাদের অভিভূত করেছে। বিশেষ করে খোলা আকাশের নিচে এই আয়োজনটা আমাদের পণ্যের পরিবেশবান্ধব ভাবনার সাথেও দারুণভাবে মিলে গেছে।”