Homeআন্তর্জাতিক সংবাদযুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশের এনভয় টেক্সটাইল

যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশের এনভয় টেক্সটাইল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে লিয়াজোঁ অফিস বা কার্যালয় খুলছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রে লিয়াজোঁ কার্যালয় খোলার বিষয়টি বৃহস্পতিবার বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

বস্ত্র ও পোশাক খাতের বিশ্বের অন্যতম সেরা পরিবেশবান্ধব শিল্পের গর্ব বাংলাদেশের। বিশ্বের প্রথম লিড প্লাটিনাম-সার্টিফাইড ডেনিম কারখানা এনভয় টেক্সটাইলস লিমিটেড। জিনস বা ডেনিম কাপড় উৎপাদন করার প্রথম পরিবেশবান্ধব কারখানা হচ্ছে এনভয় টেক্সটাইল। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এনভয় গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আহমেদ।

কোম্পানি সূত্রে জানা যায়, ম্যানহাটানের ১ হাজার ৫৬ বর্গফুটের একটি লিয়াজোঁ কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি। কার্যালয় ভাড়া, পরিষেবা বিল ও অন্যান্য খরচসহ এই কার্যালয়ের পেছনে মাসে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার। বর্তমান বিনিময় হারে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছয় লাখ টাকা। কোম্পানিটি বলছে, বিদ্যমান বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং বাজার সম্প্রসারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানিটির বিদেশি ক্রেতারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল।

কোম্পানিটি বলছে, নিজস্ব কার্যালয় স্থাপন করা হলে তাতে ক্রেতাদের সঙ্গে যেমন যোগাযোগ বাড়বে, তেমনি যুক্তরাষ্ট্রের বাজারে এনভয়ের বাজার সম্প্রসারণের কাজটিও সহজ হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার যথাযথ অনুমোদনের ভিত্তিতে কার্যালয় খোলার কাজটি সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে কোম্পানিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments