যুক্তরাষ্ট্রের ডালাসে এঞ্জিলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসব। আগস্টের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত চলবে এ উৎসব। সৃজন হাট আয়োজিত এ উৎসবে বাংলাদেশ ও ভারতের নির্বাচিত বাংলা ভাষার চলচ্চিত্রের পাশাপাশি ‘নকশিকাঁথার ছবি’ শিরোণামে বাংলার ঐতিহ্যবাহী শিল্প নকশিকাঁথা-অনুপ্রাণিত পোশাক প্রদর্শনী ও ফ্যাশন শো অনুষ্ঠিত হবে।
তিনদিনব্যাপী আয়োজিত এ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশ ও ভারতের পুরস্কারপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। উৎসবের রেড কার্পেট আলোকিত করতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, খ্যাতনামা পরিচালক ও প্রযোজকরা।
তবে এবারে বিশেষ আকর্ষন হিসেবে থাকছে ‘নকশিকাঁথার ছবি’ শীর্ষক এই বর্ণাঢ্য ফ্যাশন শো ও প্রদর্শনীসূচী। সূচীশিল্পে ফুটিয়ে তোলা এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ১১ জন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনারের কাজ। চলচ্চিত্র আর পোশাকের এই যুগল আয়োজন প্রথমবারের মতো একই ছাদের নিচে দুই বাংলার শিল্প ও সংস্কৃতিকে একত্রিত করছে।
নকশিকাঁথা-অনুপ্রাণিত এই প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে কে ক্র্যাফট, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, সিগনেট, ঋ, রঙরেজেনী এবং বাংলা সেলাই।
ভারতের কলকাতা থেকে মহামায়া শিকদার (রানিং স্টিচ), ডালিয়া মিত্র (দশভুজা), ও পাপড়ি বসাক (সাদাফ ডিজাইন) অংশ নিচ্ছেন।এই “নকশিকাঁথার ছবি” শীর্ষক ফ্যাশন শো এবং প্রদর্শনীর কিউরেট হিসেবে থাকছেন বাংলাদেশের হাউজ ‘সাদাকালো’র ফ্যাশন ডিজাইনার তাহসীনা শাহীন।
প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষীদের জন্য এই উৎসব শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয় বরং এটি একটি সাংস্কৃতিক মানচিত্র—যেখানে সূচের ছোঁয়ায় ফুটে ওঠে আমাদের শিকড়, আর সিনেমার কাহিনিতে মিশে থাকে আমাদের আত্মপরিচয়ের গল্প।