সিরামিক পণ্য রফতানি করতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টেবিলওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেনক্স করপোরেশনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সিরামিক পণ্য রফতানি করতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টেবিলওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেনক্স করপোরেশনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ চুক্তির অনুমোদন দেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
চুক্তির আওতায় মুন্নু সিরামিক যুক্তরাষ্ট্রের বাজারে লেনক্স করপোরেশনের অনুমোদিত বিক্রেতা হিসেবে উচ্চমানের বোন চায়না ও পোর্সেলিন ডিনারওয়্যার সরবরাহ করবে। মাসে প্রায় ২০ লাখ পিস ডিনারওয়্যার উৎপাদনের সক্ষমতা নিয়ে কাজ শুরু করবে কোম্পানিটি। মুন্নু সিরামিকের উন্নত মানের উৎপাদন প্রক্রিয়া মার্কিন ফেডারেল মানদণ্ড অনুযায়ী পরিচালিত। লেনক্সের নান্দনিকতা, উদ্ভাবন ও গুণগত মানের সঙ্গে এ অংশীদারত্ব কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
চুক্তির ফলে লেনক্সের একটি নির্ভরযোগ্য, সম্প্রসারণযোগ্য ও ব্যয়সাশ্রয়ী সরবরাহ চেইন গড়ে উঠবে, যা তাদের মান ও উদ্ভাবনের প্রতিশ্রুতি আরো শক্তিশালী করবে। অন্যদিকে এ চুক্তি যুক্তরাষ্ট্রের বাজারে মুন্নু সিরামিকের অবস্থান দৃঢ় করবে। পাশাপাশি বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য প্রদর্শনের সুযোগ বাড়বে, যা কোম্পানির প্রবৃদ্ধি নিশ্চিত করবে।
এ কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে কোম্পানির রফতানি আয় বাড়বে, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াবে এবং দীর্ঘমেয়াদে ব্যবসায়িক সম্প্রসারণ হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছে মুন্নু সিরামিকের কর্তৃপক্ষ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮১ টাকা ১৬ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মুন্নু সিরামিকের ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৯ টাকা ৯৯ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মুন্নু সিরামিকের ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছর যা ছিল ১ টাকা ৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ২৯ পয়সায়।
মুন্নু সিরামিকের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৬৪ কোটি ২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭। এর ৩৭ দশমিক ৪৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৩২, বিদেশী বিনিয়োগকারী দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৯ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।