Homeআন্তর্জাতিক সংবাদমিস্টারবিস্টের ইতিহাস গড়া সাফল্য: ইউটিউবে প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক

মিস্টারবিস্টের ইতিহাস গড়া সাফল্য: ইউটিউবে প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক

বিশ্ববিখ্যাত ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি MrBeast নামে পরিচিত, আবারও গড়লেন ইতিহাস। তিনি ইউটিউবের ইতিহাসে প্রথম ব্যক্তি কনটেন্ট ক্রিয়েটর যিনি তার প্রধান চ্যানেলে ৪০০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছেন। এই ঐতিহাসিক মাইলফলকটি তিনি ২০২৫ সালের ১ জুন-এ স্পর্শ করেন, যা তাকে ইউটিউবের সর্বাধিক ফলোয়ারধারী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে।

এই অর্জনের ফলে MrBeast এখন অন্যান্য সকল ব্যক্তি ইউটিউবারের চেয়ে অনেক এগিয়ে এবং দ্বিতীয় সর্বাধিক সাবস্ক্রাইবারধারী চ্যানেল T-Series-এর চেয়েও ১০০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবারে এগিয়ে আছেন। শুধু চলতি বছরেই, জানুয়ারিতে তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল ৩৪১ মিলিয়ন, এবং মাত্র ছয় মাসের ব্যবধানে তিনি ৪০০ মিলিয়নে পৌঁছে যান। প্রতিদিন গড়ে ৩.৫ লাখ নতুন সাবস্ক্রাইবার তার চ্যানেলে যুক্ত হচ্ছেন—যা ইউটিউবের ইতিহাসে নজিরবিহীন।

এই মাইলফলক অর্জনের পর MrBeast সামাজিক মাধ্যমে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্মরণ করেন কিভাবে দশ বছর আগে, যখন তিনি ভিডিও তৈরিতে দিন-রাত এক করে ফেলতেন, তখন অনেকেই তার এই অদম্য প্রচেষ্টাকে অবজ্ঞা করত। কিন্তু আজ তার সেই উদ্যম আর একাগ্রতাই তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ডিজিটাল ক্রিয়েটরদের একজন করে তুলেছে।

MrBeast শুধু ইউটিউবে নয়, বরং আমাজন প্রাইম ভিডিওর “Beast Games” শো, Feastables নামে ফুড ব্র্যান্ড, এবং দর্শকনন্দিত দানশীল চ্যালেঞ্জ ভিডিওর মাধ্যমে তিনি গড়ে তুলেছেন এক অনন্য পরিচিতি। তার এই ৪০০ মিলিয়নের অর্জন শুধু সংখ্যার খাতায় নয়, বরং বিশ্বব্যাপী তার প্রভাব, উদ্ভাবনী কনটেন্ট এবং দর্শকের সঙ্গে স্থায়ী সংযোগের প্রতিফলন।

তথ্যসূত্র: ইউটিউব, MrBeast সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক গণমাধ্যম

তারিখ: ১ জুন ২০২৫ (অর্জনের দিন)

প্রকাশের তারিখ: ৩০ জুলাই ২০২৫

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments