অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকাটায় প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা। বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ডিসি পার্ক মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
কুয়াকাটা প্রেসক্লাব এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর যৌথ উদ্যোগে এ মেলা আয়োজিত হচ্ছে।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কুয়াকাটা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি এম এ মোতালেব শরীফ, পৌর জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর শাখার সভাপতি মো. ফজলুল হক খান প্রমুখ।
৪০ টি স্টলে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রীর পসরা নিয়ে এসেছেন পর্যটন মেলায়।এছাড়া রয়েছে কুয়াকাটার অলংকারখ্যাত রাখাইনদের তৈরি পিঠা ও হস্তচালিত তাঁতের তৈরি পোশাকের স্টল।
হোটেল-মোটেল, পরিবহন ব্যবস্থা ও রেস্তোরাঁর মালিকরাও দিচ্ছে আকর্ষণীয় ছাড়। মেলা উপলক্ষে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা।
মাসজুড়ে দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।এছাড়া পর্যটকদের কাছে নান্দনিক করে তুলতে পুতুল নাচ, ভূতের বাড়ি, নাগরদোলা, ঘোড়া রাইড,
জাদু প্রদর্শনীসহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ইভেন্টের আয়োজন করেছেন আয়োজকরা।মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দ্য নিউ রাজধানী সার্কাস।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘কুয়াকাটার পর্যটনকে প্রমোট করতে এই মেলার আয়োজন’। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটায় এই প্রথম মাসব্যাপী পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে। যা পর্যটকদের বাড়তি বিনোদনের ব্যবস্থা করবে।’
মাসব্যাপী পর্যটন মেলাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণ ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এতে সার্বিক সহযোগিতা করছেন পটুয়াখালী জেলা প্রশাসন ও কলাপাড়া উপজেলা প্রশাসন।