Homeউদ্যোক্তা সংগঠনমালয়েশিয়ায় তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের নিয়ে ‘ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারশিপ সামিট ২০২৫’

মালয়েশিয়ায় তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের নিয়ে ‘ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারশিপ সামিট ২০২৫’

বিশ্বজুড়ে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের এক ছাতার নিচে আনতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারশিপ সামিট ২০২৫’। আগামী ২১ ও ২২ আগস্ট রাজধানী কুয়ালালামপুরের ‘ডব্লিউ ফ্যাক্টরি ইভেন্ট স্পেস’-এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্ভাবক, উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ এই আয়োজনে অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৈশ্বিক টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়ন’।
সম্মেলনের প্রধান আয়োজক হিসেবে থাকছে JCI Petaling Jaya, এবং সহ-আয়োজক হিসেবে রয়েছে Youth Hub Foundation। আয়োজকরা জানিয়েছেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করা হবে।

সম্মেলন উপলক্ষে গত ৩ জুলাই কুয়ালালামপুরের একই ভেন্যুতে এক সংবাদ সম্মেলন ও অংশীদারদের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন_ ড. মোহাম্মদ আলী তারেক– চেয়ারম্যান, ইয়ুথ হাব ফাউন্ডেশন, সুমাইয়া জাফরিন চৌধুরী– কোষাধ্যক্ষ, ইয়ুথ হাব ফাউন্ডেশন, মি. চু জুন কিয়ং–ডেপুটি সিইও ও এক্সিকিউটিভ ডিরেক্টর, মানি এক্স (প্রধান স্পন্সর), মি. জোয়েল টান ওয়ে ইয়ং–প্রতিষ্ঠাতা ও সিইও, মানি এক্স, মি. হেনরি চিয়া–ইভেন্ট ডিরেক্টর, টিকেট টু ইউ (অফিশিয়াল টিকিটিং পার্টনার), মিস গেইল ট্যাং ওয়েন ইয়িং–স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার, বিজনেস ব্যাংকিং, United Overseas Bank (UOB) মালয়েশিয়া, মিডিয়া পার্টনার–সিন চিউ মিডিয়া ডেইলি।

উদ্যোক্তারা জানান, এই সামিট তরুণ উদ্যোক্তা, সামাজিক উদ্ভাবক, ব্যবসায়িক চিন্তাবিদ এবং আগ্রহী অংশীদারদের জন্য একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম, যা নেটওয়ার্কিং, সহযোগিতা ও উদ্ভাবনের সুযোগ তৈরি করবে।

আগ্রহীরা নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন:
👉 https://tinyurl.com/IES2025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments