Homeআন্তর্জাতিক সংবাদব্রাজিলে হতে যাচ্ছে ১ম মেড ইন বাংলাদেশ এক্সপো

ব্রাজিলে হতে যাচ্ছে ১ম মেড ইন বাংলাদেশ এক্সপো

প্রথমবারের মতো লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মেড ইন বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশীয় পণ্যের নতুন বাজার তৈরির লক্ষ্যে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আগামী ১৫-১৮ জুন সাও পাওলোতে তিন দিনের এ প্রদর্শনীর আয়োজন করেছে। বাংলাদেশ থেকে ১০০-১৫০ জন ব্যবসায়ী প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকার গুলশানে এক সংবাদ সম্মেলনে এক্সপোর বিস্তারিত তথ্য তুলে ধরেন বিবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. সাইফুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত পাওলো ফেরেস বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর করার সম্ভাবনা রয়েছে। এই এক্সপো ব্যবসা সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করবে এবং বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার পথ তৈরি করবে।

উল্লেখ্য, বাংলাদেশ প্রতি বছর ব্রাজিল থেকে ৩০০ কোটি ডলারের পণ্য আমদানি করলেও রফতানির পরিমাণ মাত্র ১০০ কোটি ডলার। এই এক্সপো ব্রাজিলের বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান শক্তিশালী করার জন্য একটি বড় উদ্যোগ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্রুনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি মো. বশির আহমেদ, ডাচ বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জি এম চৌধুরী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments