Homeউদ্যোক্তা গবেষণা ও উদ্ভাবনবিশ্বে প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক

বিশ্বে প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক

মার্কিন প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান রিক্টর বিশ্বে এই প্রথম এনেছে উড়ন্ত বৈদ্যুতিক বাইক স্কাইরাইডার এক্স১। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে সম্প্রতি এই উড়ন্ত বাইক দেখানোর ব্যবস্থা করা হয়। রিক্টর জানিয়েছে, স্কাইরাইডার এক্স১ মাটি ও আকাশ—উভয় পথেই চলাচল করতে সক্ষম। আশা করা হচ্ছে, বাহনটি ব্যস্ত শহরগুলোর যানজট অনেকটাই কমিয়ে আনতে পারবে।

এই উড়ন্ত বৈদ্যুতিক বাইকের প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ৪০ মিনিট পর্যন্ত আকাশে ওড়ার সক্ষমতা রয়েছে। এতে রয়েছে ৫০ কিলোওয়াটের অনবোর্ড ডিসি চার্জিং স্টেশন। এটি দীর্ঘ পথযাত্রাকে আরও সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে।

ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে স্কাইরাইডার এক্স১-এ ত্রিমুখী রিডানড্যান্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে। এতে একটি ইঞ্জিন ব্যর্থ হলেও বাইকটি নিরাপদে পরিচালিত হতে পারবে। এতে রয়েছে উন্নত মানের ব্যাটারি সুরক্ষাব্যবস্থা এবং ইমার্জেন্সি প্যারাসুট। এগুলো যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে।

বাইকটিতে স্বয়ংক্রিয় রুট পরিকল্পনাব্যবস্থা সংযোজন করা হয়েছে। এ ব্যবস্থা গন্তব্য অনুযায়ী সবচেয়ে কার্যকর উড়ালপথ নির্ধারণ করে দেবে। এটি স্বয়ংক্রিয়ভাবে ওড়ার উচ্চতা, গতি এবং দিক নিয়ন্ত্রণ করতে পারে। এ ছাড়া বাইকটি পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম। ব্যবহারকারীদের সুবিধার্থে এতে স্বয়ংক্রিয় টেক-অফ এবং ল্যান্ডিং সুবিধা রয়েছে। পাশাপাশি যাঁরা ম্যানুয়ালি বাইকটি নিয়ন্ত্রণ করতে চান, তাঁদের জন্য রয়েছে জয়স্টিকসহ ম্যানুয়াল অপশন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments