বিশ্বে নারী উদ্যোক্তাদের অন্যতম সফল উদাহরণ বাংলাদেশ জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন তথ্য প্রযুক্তি খাতে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সরকার এন্ট্রাপ্রেনারশিপ ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে।
শনিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কালারস প্লাটিনাম বিজনেস উইমেন এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে নারী উদ্যোক্তাদের অন্যতম সফল উদাহরণ বাংলাদেশ। বর্তমান সরকার আইসিটি খাতে তরুণ উদ্যোক্তা গড়ে তুলতে বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে।
বাংলাদেশের নারী নেতৃত্বের প্রশংসা করে পলক বলেন, নারীরা এখন সব ক্ষেত্রে সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। রাজনৈতিক, ব্যবসায়িক সকল ক্ষেত্রে নারীরা ভাল করছেন। এধরনের পুরস্কারের আয়োজন ভবিষ্যত নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য সাতজন নারী উদ্যোক্তার মাঝে বিজনেস এওয়ার্ড তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালারস ম্যাগাজিনের সম্পাদক জাকারিয়া মাসুদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মো: মারুফ এবং ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী বক্তব্য রাখেন।