২৭ নভেম্বর, বিনিয়োগ ভবনের লেভেল-৩-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিডা ডে কেয়ার সেন্টার (BDCC)-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিডা, বেজা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিডা’র কনফারেন্স হলে জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিডা’র সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এনএসডিএ-র সদস্য (অতিরিক্ত সচিব) জনাব আলিফ রুদাবা, বেজা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মজিবর রহমান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এর পরিচালক প্রফেসর ডা. মাহাবুবুল হক এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আলী রেজা ইফতেখার। অনুষ্টানটি সঞ্চালনা করে বিডার পরিচালক এ.এফ.এম. এহতেশামুল হক।
সমাপনী বক্তব্যে জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন শিশুদের সেবা ও কর্মজীবী পিতামাতাদের জন্য ডে কেয়ার সেন্টারের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য যে , বিডা ডে কেয়ার সেন্টার (BDCC) টি ইস্টার্ন ব্যাংক পিএলসি এর সহযোগীতায় অত্যাধুনিক ভাবে গড়ে তোলা হয়েছে, এতে শিশুদের খেলাধুলা, বিনোদন, শিক্ষা, বিশ্রাম ও পরিচর্যার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছ। শিশুদের রক্ষনাবেক্ষণের জন্য পর্যাপ্ত জনবলসহ, সার্বক্ষিন অভিজ্ঞ দুইজন পরিচালক বিডা ডে কেয়ার সেন্টার টি তত্ত্বাবধান করবেন এবং শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর সাথে সার্বক্ষনিক যোগাযোগের ব্যবস্থা স্থাপন করা হবে। বিডা ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠার ফলে বিডা বেজা ও এনএসডিএ তে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের শিশুদের এখানে রাখতে পারবেন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা