Homeউদ্যোক্তা সংগঠনবিডার ওয়ান স্টপ সার্ভিসে এক আবেদনে ৫ সেবা

বিডার ওয়ান স্টপ সার্ভিসে এক আবেদনে ৫ সেবা

বাংলাদেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করতে ২৫ মে বিডার কনফারেন্স হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর সাথে ছয়টি সরকারি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ব্যবসা শুরুর প্রাথমিকভাবে প্রয়োজনীয় পাঁচটি সেবা—নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব খোলা—একটি মাত্র আবেদন ও এককালীন ফি’র মাধ্যমে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টাল থেকে পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার মাননীয় নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) জনাব শাহ মোহাম্মদ মাহবুব। সমঝোতা স্মারকে অংশগ্রহণকারী সংস্থাগুলো হলো—জাতীয় রাজস্ব বোর্ড (NBR), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (DSCC), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (CCC) এবং সোনালী ব্যাংক লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডা ও বেজার মাননীয় নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) আশিক চৌধুরী বলেন, বিশ্বের অনেক দেশেই সাত দিনের মধ্যে ব্যবসা শুরু করা যায়। আমাদেরও তেমন একটি স্বপ্ন রয়েছে। যদি ব্যবসা শুরুর প্রাথমিক সেবাগুলো বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের আওতায় এনে সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশেও অল্প সময়ের মধ্যে ব্যবসা শুরুর বাস্তবতা তৈরি করা সম্ভব হবে। যদিও এটি রাতারাতি সম্ভব নয়, এর জন্য ধাপে ধাপে সময় ও প্রস্তুতির প্রয়োজন আছে।
তিনি আরও বলেন, “আমরা এই মুহূর্তে একক আবেদনের মাধ্যমে ব্যবসা শুরুর জন্য জরুরি পাঁচটি সেবা বিডা ওএসএস প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই পাঁচটি সেবা অনলাইনে চালু করা। এর পরপরই ধাপে ধাপে অন্যান্য সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত হবে।”
এ সময়ে তিনি আরও বলেন, এই সেবা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তাঁরা একটি মাত্র ফর্ম পূরণ করে ব্যবসা সম্পর্কিত প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন পেয়ে যাবেন এবং সেই প্রক্রিয়াটি অনলাইনে ট্র্যাক করতেও পারবেন। এটি নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার উদ্যোগ, যা ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করে তুলবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বলেন, One Process, One Fee ধারণায় ব্যবসা শুরু করার এই ডিজিটাল ও সমন্বিত সেবা পদ্ধতি দেশের বিনিয়োগ পরিবেশকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিডার মহাপরিচালক জনাব জীবন কৃষ্ণ সাহা রায় “ওয়ান প্রসেস, ওয়ান ফি” ভিত্তিক এই সমন্বিত সেবা প্রদানের পদ্ধতি এবং ব্যবহারকারী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য এর সম্ভাব্য সুফল নিয়ে একটি ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদান করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments