Homeব্যাংক নিউজবান্দরবানে ইউসিবি'র উদ্যোগে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

বান্দরবানে ইউসিবি’র উদ্যোগে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

দেশের খাদ্যনিরাপত্তা ও উন্নত পুষ্টিমান নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু-সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটাতে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কৃষি খাতে সহায়তামূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক উদ্যোগ গ্রহণ করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নিজেদের করপোরেট সামাজিক দায়িত্বের (সিএসআর) অংশ হিসেবে এ উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

এ প্রকল্পের অধীনে দেশের প্রায় সব উপজেলায় কৃষি উদ্যোক্তা তৈরি ও বিকাশের উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই এগ্রো-সিএসআর প্রকল্পের আওতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৭০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

বান্দরবানের পাহাড়ি জনপদের কৃষি মানেই জীবনধারণের সংগ্রাম। কিন্তু সেই কৃষিই এখন হয়ে উঠছে সম্ভাবনার আরেক নাম। বাজার ব্যবস্থাপনা, প্রযুক্তি আর উদ্যোক্তাবোধে মোড়ানো টেকসই জীবিকার নতুন দিগন্ত কৃষি। আর এই অগ্রযাত্রায় সঙ্গী হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

‘কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে কৃষির অপার সম্ভাবনা রয়েছে। ইউসিবির মতো আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা থাকলে এখানকার কৃষকরা উদ্যোক্তায় পরিণত হতে পারেন।

সভাপতিত্ব করেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান। তার মতে, ‘পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্যকে পুঁজি করে প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোগের মাধ্যমে আমরা এক নতুন ভবিষ্যতের দিকে এগোতে পারি। ইউসিবি এই রূপান্তরে পাশে আছে এবং থাকবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিটিভির ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, বান্দরবানের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এম এম শাহ্ নেয়াজ, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, এবং ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী সহ অনেকে।

‘ভরসার নতুন জানালা’ নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। লক্ষ্য শুধু কৃষি বিষয়ে জ্ঞান দেওয়া নয়—গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করে তাঁদেরকে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে দেওয়া।

এই প্রশিক্ষণে কৃষি উদ্যোক্তারা জেনেছেন—কীভাবে সহজ শর্তে ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে হয়, কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথ-পদ্ধতি, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের কৌশল, প্রাণিসম্পদ ও মৎস্য চাষে নতুন দৃষ্টিভঙ্গি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, উৎপাদিত পণ্য কীভাবে প্রক্রিয়াজাত করে বাজারে তুলে ধরা যায়।

রুমার কৃষক অংম্রা থুই মারমা প্রশিক্ষণ শেষে বলেন, আমি ভাবতেই পারিনি, কেউ একদিন বান্দরবানে এসে কাজু বাদাম আর কফি চাষ নিয়ে বলবে! এখন শুধু চাষ নয়, আমি কৃষিকে পুরোপুরি একটি ব্যবসা হিসেবে ভাবছি। একদিন আমার নিজের কাজু বাদামের একটা ব্র্যান্ড হবে—এই স্বপ্নটাই এখন আমার শক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments