Homeউদ্যোক্তা মেলাবাণিজ্য মেলায় ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

বাণিজ্য মেলায় ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতারা বিশেষ মূল্যছাড়ে পণ্য কিনতে মুখিয়ে থাকেন। আর ক্রেতা টানতে বিভিন্ন প্রতিষ্ঠান সাধ্যমতো ছাড় দেয়। অনেক ক্ষেত্রে আকর্ষণীয় মূল্যছাড়ের পাশাপাশি একটি কিনলে আরেকটি ফ্রি কিংবা প্যাকেজ আকারে মূল্যহ্রাসের ঘোষণা থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বুধবার (০৮ জানুয়ারি) ছিল মেলার অষ্টম দিন।  শুরু থেকেই বেশিরভাগ স্টলে পণ্যের ওপর দেওয়া হয়েছে বিশেষ মূল্যছাড়। সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে বলে জানালেন স্টলের মালিকরা।

বিভিন্ন ধরনের পোশাক, যন্ত্রপাতি, ফার্নিচার, কার্পেট, প্রসাধনসামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, আসবাব, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী, ফার্নিচার, ক্রোকারিজ ও বিভিন্ন ধরনের পণ্যে নির্ধারিত মূল্যের ওপর শতকরা ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, যমুনা গ্রুপের যমুনা ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের শীর্ষ ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটনের সব পণ্যে ১২ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া নাভানা ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচার ও নাদিয়া ফার্নিচারে ছাড় আছে।

মেলার মূল অংশের ডান পাশে কয়েকটি পোশাক ব্র্যান্ডের স্টল রয়েছে। এসব স্টলে বিভিন্ন রকমের ছাড়ে পণ্য বিক্রি হচ্ছে। মেলার সামনের অংশে বাসনকোসনসহ ক্রোকারিজ, বস্ত্রসামগ্রী ও খাবারের কিছু স্টল রয়েছে। এর মধ্যে রাইস কুকার, গ্যাসের চুলাসহ নানা গৃহস্থালিসামগ্রী পণ্য ছাড়ে বিক্রি হচ্ছে। মেলায় বস্ত্রখাতের স্টলগুলোতে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ছাড়ে বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে।

মেলার মূল ভবনে ইলেকট্রনিকস ও আসবাবের বড় ব্র্যান্ডগুলো স্টল নিয়েছে। এখানে আছে যমুনা, ওয়ালটন, মিনিস্টার ও ভিসতার মতো ব্র্যান্ডগুলো। আসবাবের উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে হাতিল, রিগ্যাল, নাভানা, আখতার, নাদিয়া, হাতিম, ব্রাদার্স, ডেল্টা, জেএমজি ফার্নিচার প্রভৃতি। এসব ব্র্যান্ড বিভিন্ন রকম ছাড় দিচ্ছে।

ব্রাদার্স ফার্নিচারের স্টলের ব্যবস্থাপক মেহেদী মিয়া বলেন, ‘মেলার শুরু থেকে আমাদের প্রায় প্রতিটি পণ্যের ওপর ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তবে কাঙ্ক্ষিত বেচাকেনা হচ্ছে না।’

নাদিয়া ফার্নিচারের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সব পণ্যে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।’

এবার মেলায় ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৩৫১টিই দেশীয় প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়ন। বাকি ১১টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার।

মাসব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকছে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments