দেশের বিনিয়োগ পরিবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরার উদ্দেশ্যে আজ (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চারদিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ শুরু হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কর্তৃপক্ষ (বেজা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হলো, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন এবং শিল্পখাতের অস্থিরতা কাটিয়ে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা।
প্রথম দিনে সম্মেলনের একটি প্রধান আয়োজন ‘বাংলাদেশ স্টার্ট-আপ কানেক্ট ২০২৫’ উদ্বোধন করা হয়। সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠান সাজানো হয়।
প্রথম দিনে প্রায় ১৭টি সেশন অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা, ভবিষ্যতদৃষ্টি সম্পন্ন স্টার্ট-আপ প্রতিষ্ঠাতারা এবং পরিবেশবাদীরা একত্রিত হয়ে দেশের উন্নয়নশীল স্টার্ট-আপ পরিবেশ পর্যালোচনা করছেন।
বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন।
এই সম্মেলনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল ও পোশাক খাত, স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্প এবং কৃষি প্রক্রিয়াকরণ খাতে বিদেশী বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানা যায়।
এবারের সামিট নিয়ে বিনিয়োগকারী এবং উদ্যোক্তারাও বেশ আশাবাদী।
সম্মেলনের স্টার্টআপ কানেক্ট অধিবেশনে দেশি-বিদেশি তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য এম্পাওয়ারিং ইনোভেশন কানেকটিং অপরচুনিটি। সেখানে যেসব আরলি স্টেজ স্টার্টআপ এবং ভেঞ্চার বিনিয়োগকারী আসছেন তাদের মধ্যে ম্যাচ মেকিং ইভেন্ট, নেটওয়ার্কিং ও প্যানেল হবে। সারাদিন স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হয়।