Homeব্যাংক নিউজবাংলাদেশ ব্যাংক স্টার্টআপদের জন্য যে সুসংবাদ নিয়ে এলো

বাংলাদেশ ব্যাংক স্টার্টআপদের জন্য যে সুসংবাদ নিয়ে এলো

দেশের স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য অর্থায়নের বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নতুন উদ্যোক্তারা সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন মাত্র ৪ শতাংশ সুদে, যেখানে আগে এই সীমা ছিল ১ কোটি টাকার মধ্যে।

স্টার্টআপ খাতের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংক এই সংশোধিত নীতিমালা জারি করেছে। গত বুধবার (৯ জুলাই) জারি হওয়া এই নীতিমালার আওতায় অর্থায়ন প্রক্রিয়াকে আরও সহজ, সাশ্রয়ী ও কার্যকর করা হয়েছে।

এক নজরে সংশোধিত নীতিমালাঃ
সর্বোচ্চ ঋণসীমা: আগে ১ কোটি টাকা, এখন ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত।
সুদহার: বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ।
বয়সসীমা: উদ্যোক্তার বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে; তবে সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই।
ক্রেডিট রেটিং: এই ঋণ পেতে ক্রেডিট রেটিং বাধ্যতামূলক নয়, যা অর্থায়ন প্রক্রিয়াকে অনেক সহজ করবে।
প্রতিষ্ঠানের যোগ্যতা: এক যুগের (১২ বছরের) কম পুরোনো যেকোনো নিবন্ধিত ও সক্রিয় স্টার্টআপ এই সুবিধা পাবে। তবে এক যুগের বেশি আগে প্রতিষ্ঠিত হলে ঋণ পাওয়া যাবে না।
ইকুইটি বিনিয়োগ: ব্যাংকগুলো তাদের নিজস্ব ‘স্টার্টআপ ফান্ড’ থেকে ইকুইটি বিনিয়োগ বা অংশীদারত্বমূলক অর্থায়নও করতে পারবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য এটি একটি গেম চেঞ্জার মুহূর্ত, যা উদ্ভাবনী উদ্যোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments