Homeব্যাংক নিউজবাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের যৌথ উদ্যোগে ঝিনাইদহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের যৌথ উদ্যোগে ঝিনাইদহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে এক মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি।

উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে টেকসই অবদান রাখতে “উদ্যোক্তা হবো, দেশ গড়বো” শ্লোগানকে সামনে রেখে যমুনা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ সহযোগিতায় ঝিনাইদহে শুরু হয়েছে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)” এর আওতায় এ প্রশিক্ষণমূলক উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ২৪ জুলাই, বৃহস্পতিবার।

যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মনজুর মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন_ মোয়াজ্জেম হোসেন, সভাপতি, জোহান ফুড এগ্রো চেম্বার অব কমার্স, ঝিনাইদহ, মোঃ শামসুল আলম, নির্বাহী পরিচালক, এসইএইচইও (SEHEO)। তাঁরা সকলেই উদ্যোক্তাদের জন্য এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে আশাবাদ ব্যক্ত করেন।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নতুন এবং বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তার মাধ্যমে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণকারীদের মধ্যে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, বাজেটিং, মার্কেটিং কৌশল, গ্রাহক ব্যবস্থাপনা, এবং ব্যাংকিং সেবা গ্রহণ সংক্রান্ত জ্ঞান দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা যমুনা ব্যাংকের সহায়তায় প্রয়োজনীয় ঋণ সহায়তা পাওয়ার সুযোগও পাবেন। এতে তাদের ব্যবসা সম্প্রসারণে যেমন সুবিধা হবে, তেমনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার পথও প্রশস্ত হবে।

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ঝিনাইদহ জেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞদের মতে, এমন উদ্যোগ শুধু উদ্যোক্তাদের ব্যক্তিগত উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং তা বৃহত্তর আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments