৮ই ফেব্রুয়ারি ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ ফ্যাশন ইভেন্ট “বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫”।
ফ্যাশনপ্রেমীদের জন্য এবারের আয়োজন ছিল আরও জাঁকজমকপূর্ণ, যেখানে দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তৈরি হয়েছে নতুন ঈদ কালেকশন। দেশিয় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে বিদেশি ব্র্যান্ডগুলোর পাশাপাশি দেশিয় ফ্যাশন ব্র্যান্ডগুলোও ভিন্নধর্মী ডিজাইন নিয়ে হাজির হয় ফ্যাশন লিগ্যাসির র্যাম্পে।
বাংলাদেশের জনপ্রিয় ও স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড “বিশ্বরঙ” এর নতুন কালেকশন নিয়ে র্যাম্পে অংশগ্রহণ করে। বিশ্বরঙ এর ফ্যাশন কিউ’র প্লানিং ও আইডিয়াতে ছিলেন- প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী ও বিশ্বরঙ এর স্বত্তাধিকারী বিপ্লব সাহা।
এই বছর বিশ্বরঙ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিখ্যাত পেইন্টিং এর উপর বিশেষ কালেকশন প্রদর্শন করা হয়। বিশ্বরঙ-এর শো-স্টপার হিসেবে র্যাম্পে হেঁটেছেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা এবং গুণী চিত্রশিল্পী ও স্থাপত্যশীল্পিরা। এদের মধ্যে ছিলেন- স্থপতি মুস্তফা খালিদ পলাশ, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, চিত্রশিল্পী নাঈমা হক, চিত্রশিল্পী শামীম সুবরানা, ড. আজহারুল ইসলাম চঞ্চল, ডিন-চারুকলা অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়, চিত্রশিল্পী প্রফেসর আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা, সরকার নাহিদ নিয়াজী মান্না।
তাছাড়া বিশ্বরঙ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি’র পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিশ্বরঙ ও বিপ্লব সাহাকে।
বিশ্বরঙ-এর বিপ্লব সাহা বলেন, “বাংলাদেশের ঐতিহ্য আর আধুনিক ট্রেন্ডের সংমিশ্রণ ঘটিয়ে আমরা এবারের কালেকশন তৈরি করেছি। ঈদের জন্য এমন কিছু পোশাক ডিজাইন করেছি, যা আরামদায়ক এবং স্টাইলিশ।”
বিশ্বরঙের ফ্যাশন শো এর কোরিওগ্রাফি করেছে আশিকুর রহমান পনি। মেকআপ পার্টনার হিসেবে ছিলো অরা বিউটি লাউঞ্জ।
বিশ্বরঙ ছাড়াও এপেক্স তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিক-এর নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করেছে এই ফ্যাশন শোতে। এছাড়াও আমিরা, লুসোবেলা, এ জি, ফিট এলিগেন্স, লেবেল ইমাম হাসান, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন।