Homeউদ্যোক্তা সফলতাবাংলাদেশ থেকে ফাইভারে মিলিয়ন ডলার আয়, ইতিহাস গড়ল ‘ওয়েলো’

বাংলাদেশ থেকে ফাইভারে মিলিয়ন ডলার আয়, ইতিহাস গড়ল ‘ওয়েলো’

এপটপ আর অগাধ আত্মবিশ্বাস নিয়ে একজন তরুণ ওয়েব ডিজাইনার ফাইভারে (Fiverr) এককভাবে যাত্রা শুরু করেন ২০১৮ সালে। শুরুটা একা হলেও, মনের কোণে সবসময়ই ছিল একটি পরিপূর্ণ টিমের স্বপ্ন, যেখানে প্রতিটি সদস্য হবে একেকজন কারিগর এবং সম্মিলিতভাবে তারা গড়বে এমন কিছু, যা বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্ববাজারে প্রভাব ফেলবে। এই ভিশন থেকেই জন্ম নেয় ছোট্ট একটি ভার্চুয়াল টিম Oyolloo (ওয়েলো)।

আজিজুল হাকিম (প্রতিষ্ঠাতা) ও সাইফুল মিয়া (সহ-প্রতিষ্ঠাতা) দুজনের অটুট বিশ্বাস আর লক্ষ্যের ওপর ভিত্তি করেই গঠিত হয় এই পার্টনারশিপ। এভাবেই, দুজনের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে সম্পূর্ণ রিমোট টিম Oyolloo। শুরুটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে হলেও শুরু থেকেই সবার লক্ষ্য ছিল একটি পেশাদার ও আন্তর্জাতিক মানের এজেন্সি গড়ে তোলা।

সেই শুরুটার কারণেই Oyolloo এখন Fiverr-এর ‘Millionaire Club’-এ বাংলাদেশের প্রথম এবং একমাত্র টিম হিসেবে জায়গা করে নিয়েছে। Fiverr থেকে এই ১ মিলিয়ন ডলার আয়ের মাইলস্টোন অর্জন কেবল একটি দৈনন্দিন ঘটনা নয়, এটি বাংলাদেশের ফ্রিল্যান্সিং ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছে।

এই সাফল্য এসেছে ধাপে ধাপে। টিম গঠন, স্কিল আপগ্রেড, আন্তর্জাতিক ক্লায়েন্টদের বিশ্বাস অর্জন এবং সর্বোপরি, প্রতিদিন আরও ভালো কিছু করার চেষ্টা থেকে Oyolloo আজ বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য এজেন্সি।

বিশ্বমানের টিম গঠনের এই যাত্রায় Oyolloo শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সম্প্রতি পর্তুগালে গঠিত হয়েছে Oyolloo-এর নতুন টিম, যারা ইউরোপের বাজারে আরও সক্রিয়ভাবে ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করে যাচ্ছে। এটি কেবল সময়ের তাগিদে নেওয়া একটি সিদ্ধান্ত নয়, বরং Oyolloo-এর ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। স্থানীয় ও দেশের বাইরের মেধাবীদের নিয়ে একসাথে কাজ করার এই মডেল Oyolloo-কে আরও পরিপূর্ণ এবং আরও সম্ভাবনাময় করে তুলেছে।

এই স্বপ্নের পথে এগিয়ে যেতে গিয়ে পদে পদে এসেছে বহু চ্যালেঞ্জ। তবে প্রতিবারই Oyolloo এগিয়ে গিয়েছে অসীম ধৈর্য্য, ক্রমাগত স্কিল ডেভেলপমেন্ট ও দৃঢ় সংকল্প নিয়ে। আজ Oyolloo কেবল একটি ডিজাইন ও মার্কেটিং এজেন্সি নয়, বরং এটি একটি দক্ষ ও পরিপূর্ণ টিম। যারা বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments