মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন এসএমই উদ্যোক্তা।শুধুমাত্র খ্যাতিমান উদ্যোক্তাই নন, তিনি একজন মেন্টর, একজন প্রশিক্ষক, একজন উদ্যোক্তা তৈরীর স্ট্রাটেজিস্টও বটে।
২১ ডিসেম্বর, ভোররাত আনুমানিক আড়াইটায় উদ্যোক্তা তৌহিদের এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ শিবপুরে পুরান দিয়ায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে বলে জানা যায়
ঘটনার বিস্তারিত বিবরণে উঠে আসে ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড শাহ আলম এবং আলম সেই রাতে ডিউটিতে ছিল। পাঁচ ছয় জন দুষ্কৃতিকারী ফ্যাক্টরির দক্ষিণ পাশের থাই গ্লাস ভেঙে ডাকাতি করার উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে।
সিকিউরিটি গার্ডদেরকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফ্যাক্টরির মূল গেট খুলে দেয়। মূল গেট দিয়ে প্রবেশ করে আরো ১০-১২ জন দুষ্কৃতিকারী ডাকাতি করার উদ্দেশ্যে।
ভেতরে ঢুকে এফপিআই প্যানেল, কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার, ডিজিটাল স্কেল, দেড়শ ব্যাগ প্লাস্টিক দানা, এন্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, সিসি ক্যামেরা ও মনিটর এসটি ক্যাবল, নগদ অর্থসহ ৪১ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকার মালামাল লুট করে একটি সাদা রংয়ের পিকআপ ভ্যানে করে এসব মালামাল নিয়ে যায় ডাকাত দল।
আরো জানা যায় ডাকাতরা মুখোশ পরা ও গলায় মাফলার পেচিয়ে থাকায় তাদের চেহারা চিনতে পারেনি সিকিউরিটি গার্ডেরা। তবে ডাকাতরা সবাই নরসিংদীর আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলেই সিকিউরিটি গার্ডরা জানায়। এ বিষয়ে উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমানের সহকারী ব্যবস্থাপক মোঃ রাজিব হাসান চৌধুরী শিপলু বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমানের ফেসবুক প্রোফাইলে তৌহিদুর রহমান গভীর দুঃখ প্রকাশ করে লিখেন দেশটাকে কোথায় নিচ্ছি আমরা। ট্রাকে করে এসে প্লাস্টিকের দানা, সাব স্টেশনের ক্যাবল, প্যানেল বোর্ড, পিসি প্রিন্টার স্ক্যানার নগদ টাকা যতটুকু ট্রাকে জায়গা হয়েছে নিজের মনে করে নিয়ে গেছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে শিবপুর মডেল থানা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছে।