বাংলাদেশের তৈরি শার্ট এবং টাই ব্যবহার করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের তৈরি এসব টাই এবং শার্ট কে বিশ্বসেরা বলেও মন্তব্য করেন।
২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর একটি টিভি সাক্ষাৎকারে উঠে আসে এই গোপন তথ্য। ট্রাম্পকে প্রশ্ন করা হয় আপনার শার্ট এবং টাই কোন দেশের তৈরি? ট্রাম্প বলেন আমি জানিনা তবে এগুলো বিশ্ব সেরা ব্র্যান্ডের।
তখন উপস্থাপক শার্ট এবং টাই দেখে বলেন মেড ইন বাংলাদেশ। এটা শোনার পর ট্রাম্প বলেন হতে পারে, তবে এটা বিশ্বাসেরা।
ট্রাম্প শার্ট প্যান্ট কোট টাই পড়তেই বেশি ভালোবাসেন তবে বাসায় তিনি সাধারণ পোশাক পরেন। কোট-প্যান্ট আমেরিকার বিশেষ একজন দর্জি বানিয়ে দিলেও শার্ট এবং টাই যে ব্র্যান্ডের ব্যবহার করেন সেই ব্র্যান্ড এগুলো বাংলাদেশ থেকে বানিয়ে নেয় এবং সেখানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ।