যদি আপনি গত ১০ বছরের মধ্যে অ্যাপল ডিভাইস কিনে থাকেন, তাহলে আপনি ক্ষতিপূরণ পেতে পারেন।
২০১৪ সালের পর থেকে যদি আপনি অ্যাপলের কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন, তাহলে আপনি Class Action Lawsuit এর আওতায় ৯৫ মিলিয়ন ডলারের মামলায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পেতে পারেন। এই মামলায় অভিযোগ তোলা হয়েছিল, অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি ভুলভাবে সক্রিয় হয়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে।
এই মামলাটি অ্যাপলের বিরুদ্ধে ২০২১ সালে দায়ের করা হয়। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ফুমিকো লোপেজ এবং অন্যান্য পক্ষ দ্বারা দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়, অ্যাপল তাদের গ্রাহকদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত কথোপকথন রেকর্ড ও শেয়ার করেছে, যা ঘটেছে সিরির অনিচ্ছাকৃতভাবে সক্রিয় হওয়ার কারণে।
যদিও অ্যাপল এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, এসব তথ্য কেবল সিরিকে উন্নত করার জন্যই ব্যবহার করা হয়েছে। এবং এই নিষ্পত্তিতে অ্যাপল দোষ স্বীকার না করলেও, এখন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
অভিযোগকারীদের মতে, সিরির এসব তথ্য তৃতীয় পক্ষের ব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন রেস্টুরেন্ট এবং রিটেইলারদের কাছে সরবরাহ করা হয়েছিল, যারা এই তথ্যগুলো ব্যবহার করে অ্যাপলের সার্চ ইন্টারফেস এবং সাফারি ব্রাউজারে বিজ্ঞাপন টার্গেট করত।
এদিকে অ্যাপল এই অভিযোগগুলো অস্বীকার করে বলেছে, তারা সবসময় আইন মেনে কাজ করেছে।
কারা ক্ষতিপূরণ পাবেন?
• ১৭ সেপ্টেম্বর ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে যেকোনো সিরি ফিচারযুক্ত অ্যাপল ডিভাইস (যেমন: iPhone, iPad, Apple Watch, Mac, HomePod, ipod touch, apple tv) ব্যবহার করেছেন, এমন গ্রাহকরা এই ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।
• গ্রাহকের গোপন বা ব্যক্তিগত কথোপকথনের সময় সিরি অনিচ্ছাকৃতভাবে সক্রিয় হয়ে থাকলে, তিনি ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন।
• একজন ব্যক্তি সর্বোচ্চ ৫টি ডিভাইস এর জন্য আবেদন করতে পারবেন।
কত টাকা পাওয়া যাবে?
• সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে (চূড়ান্ত অর্থ নির্ভর করবে মোট কতজন দাবি করছেন তার উপর)।
দাবি দাখিলের শেষ তারিখ ২ জুলাই ২০২৫। চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১ আগস্ট, আর শুনানির পরই ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হবে।
কীভাবে দাবি করবেন?
• অনলাইনে নির্ধারিত দাবি ফরম পূরণ করে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে এবং ফরম পূরণের জন্য অনলাইনে অনুসন্ধান করুন:
“Apple Siri class action settlement 2025”।
ভার্চ্যুয়াল সহকারী সিরি নিয়ে করা মামলার নিষ্পত্তি হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। তাতে সম্মত হয়ে অ্যাপল সাড়ে ৯ কোটি ডলার পরিশোধে রাজি হয়েছে। এ অর্থের একটি অংশ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
আপনি যদি মনে করেন, আপনি এর আওতায় পড়েন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ হাতছাড়া করবেন না।
সূত্রঃ দ্যা ইকোনমিক টাইমস